আপওয়ার্ক কি ? আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়

আপওয়ার্ক কি ? আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়

বর্তমান সময়ে চাকরি বা কাজের বড় ধরনের পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল যখন মানুষ আগে অফিসে গিয়ে কাজ করতে হতো। কিন্তু এখন ঘরে বসে শুধুমাত্র ইন্টারনেট এর সাহায্যে পৃথিবীর যেকোনো প্রান্তের থেকে কাজ করতে পারছে।

এই পরিবর্তন গুলোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করার জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে আপওয়ার্ক।

আপওয়ার্ক হচ্ছে ইন্টারনেট এর মাধ্যমে বিশ্বজুড়ে কাজ করার অনলাইন প্লাটফর্ম। আজকে আমারা এই আর্টিকেল জানবো, আপওয়ার্ক কি ? আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় ইত্যাদি।

আপওয়ার্ক কি?

আপওয়ার্ক হলো অনলাইন ফ্রিল্যান্সিং প্লাটফর্ম। যেখানে ফ্রিল্যান্সাররা ক্লাইন্ট এর প্রয়োজন অনুযায়ী কাজ করে নির্দিষ্ট পরিমান অর্থ/ডলার ইনকাম করে।

আপওয়ার্ক হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। যেখানে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের কাজ করার হয়।

আপওয়ার্ক এ বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ,গ্ৰাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং ইত্যাদি।

বর্তমান সময়ে আপওয়ার্কে ১৮ মিলিয়ন ফ্রিল্যান্সার এবং ৫ মিলিয়ন ক্লাইন্ট রয়েছে।

আপওয়ার্ক  মাকেটপ্লেসের প্রধান প্রতিষ্ঠাতা কে ?

আপওয়ার্ক মাকেটপ্লেসের প্রধান প্রতিষ্ঠাতা কোনো একজন ব্যক্তি নই। কারন আপওয়ার্ক মার্কেটপ্লেস দুইটি প্রতিষ্ঠান মিলে তৈরি করা হয়েছে। Elance এবং oDesk .

Elance মার্কেটপ্লেসের এর প্রতিষ্ঠাতা ছিলেন ফাবিও রোসাটি এবং oDesk মার্কেটপ্লেস এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ওডিসি ভলডার্স এবং গ্রেটেনারকস সিয়ারস।

২০১৫ সালে Elance এবং oDesk দুইটি প্রতিষ্ঠান একত্রিত করে আপওয়ার্ক মার্কেটপ্লেস হিসেবে প্রকাশিত করে। এরপর থেকে আপওয়ার্ক মার্কেটপ্লেস জনপ্রিয় হয়ে ওঠে।

আপওয়ার্ক মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ও ক্লাইন্ট এর জন্য ব্যবহারযোগ্য ও সুবিধাজনক।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম

আপওয়ার্ক এ কাজ করার জন্য প্রথমে আপনাকে একাউন্ট খুলতে হবে। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম নিচে ধাপে ধাপে দেওয়া হলো:

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম:

ধাপ – ০১:

প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজার ওপেন করে আপওয়ার্ক ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

ওয়েবসাইটে ভিজিট করার পর উপরে ডান দিকে Sign Up অপশনে ক্লিক করতে হবে।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম

Sign Up অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি পেইজ শো করবে। যেখানে লেখা থাকবে

      ” Join us as client or freelancer”

আপনি যদি freelancer  হিসেবে একাউন্ট খুলতে চান তাহলে  I’m a freelancer, looking for work

অপশনে ক্লিক করুন। এরপর Apply As a freelancer  বাটনে ক্লিক করুন।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম

ধাপ – ০২:

আপওয়ার্ক একাউন্ট তৈরির করার জন্য আপনাকে বিভিন্ন অপশন দিবে। যেমন: Continue with apple , continue with Google  আপনি চাইলে গুগল বা আপের একাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম

তা না হলে আপনি একটি ফর্ম শো করবে যেখানে আপনাকে আপনার ইনফরমেশন দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।

আপওয়ার্ক একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার First name ,last name , Email, password , country ,  Yes, I understand and agree to the Upwork Terms of Service , including the User Agreement and Privacy Policy  বাটনে ঠিক চিহ্ন দিয়ে। Create my account বাটনে ক্লিক করতে হবে।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম

ধাপ – ০৩:

আপওয়ার্ক এ কাজ করার জন্য একটি প্রফেশনাল প্রোফাইল তৈরির করতে হবে।  তার জন্য যা যা করতে হবে:

  • আপনার আপওয়ার্ক একাউন্ট এ আপনার পুরো নাম এবং একটি স্মার্ট ছবি প্রোফাইল পিক হিসেবে আপলোড করুন।
  • আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী  টাইটেল দিন। যেমন: Experienced Web Developer বা Professional Content Writer।
  • নিজের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ননা দিন। আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কেন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য উপযুক্ত তা লিখুন।
  • আপওয়ার্ক একাউন্টে আপনার দক্ষতাগুলো সঠিকভাবে লিখুন। যাতে ক্লায়েন্টরা আপনার প্রোফাইল দেখে সহজেই বুঝতে পারে আপনি কোন ধরনের কাজের সার্ভিস দিচ্ছেন।
  • আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (Education & Experience) আপওয়ার্ক একাউন্টে যোগ করুন।
  • আপনার Portfolio আপলোড করুন।
  • ঘণ্টাপ্রতি রেট নির্ধারণ করুন (Hourly Rate)
  • প্রোফাইল সম্পূর্ণভাবে তৈরি করার পর প্রোফাইল পাবলিশ করুন।

আপওয়ার্ক একাউন্ট খোলা খুবই সহজ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোফাইল যত সম্ভব প্রোফেশনাল ভাবে তৈরি করা। একটি ভালো আপওয়ার্ক প্রোফাইল ক্লায়েন্টদের আকৃষ্ট করে এবং আপওয়ার্ক মার্কেটপ্লেসে সফল হতে সাহায্যে করে।

আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়

আপওয়ার্ক এ কাজ  পাওয়া অনেকটা প্রতিযোগিতামূলক। তবে কিছু কৌশল বা পদ্ধতি লো করলে আপনি খুব সহজেই আপওয়ার্ক এ কাজ পাবেন।

আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় হলো:

  • প্রফেশনাল প্রোফাইল তৈরি
  • প্রফেশনাল ভাবে প্রোফাইল তৈরি করা ।  প্রফেশনাল ভাবে প্রোফাইল তৈরি করা আপওয়ার্ক এ কাজ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ও কার্যকারি উপায়।

প্রফেশনাল ভাবে প্রোফাইল তৈরি করার কিছু গুরুত্বপূর্ণ টিপস হলো:

  • প্রফেশনাল একটি স্মার্ট ছবি প্রোফাইল পিক দেওয়া ।
  • প্রোফাইলে টাইটেল ও ওভারভিউ সংক্ষেপে লেখা ও দেওয়া। অবশ্যই টাইটেল ও ওভারভিউ দক্ষতা গুলো দেওয়া।
  • পোর্টফোলিও ওয়েবসাইটে বা আপনার কাজের ডেমো দেওয়া।

আরো পড়ুন : ফাইবার গিগ র‍্যাংকিং এবং ইম্প্রেশন বাড়ানোর টিপস

সঠিক কাজ বাছাই করা

আপওয়ার্ক এ বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। আপনি এমন কাজ করবেন যেগুলোতে কম্পিটিশন কম । এবং আপনি যদি আপওয়ার্ক নতুন হিসেবে কাজ করেন তাহলে শুরুর দিকে ছোট বিড এর কাজ করা এবং ধীরে ধীরে বড় বিড এর কাজ করা।

সঠিক proposal লেখা

আপওয়ার্ক এ বিড করার সময়  ক্লায়েন্টের কাছে একটি প্রস্তাব (Proposal) পাঠাতে হয়। এটি ক্লায়েন্টকে বোঝাতে সাহায্য করে কেন আপনি তাদের প্রজেক্টের জন্য কতটুকু উপযুক্ত।

আপওয়ার্ক এ সঠিকভাবে বিড এর জন্য প্রস্তাব লেখার  কিছু টিপস:

ক্লায়েন্টের কাজের বিবরণ ভালোভাবে পড়ুন এবং বুঝুন। তারপর সেই অনুযায়ী প্রস্তাব লিখুন।

প্রতিটি কাজের জন্য কাস্টমাইজড প্রস্তাব দিন। কপি-পেস্ট করা প্রস্তাব কখনোই ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করবে না তাই নিযজের থেকে ইউনিক ও প্রফেশনাল প্রস্তাব লিখুন।

আপনি কীভাবে ক্লায়েন্টের প্রজেক্টের সমস্যা সমাধান করবেন তা সঠিকভাবে লিখুন

প্রস্তাবে প্রফেশনাল বজায় রাখুন। সঠিক  ভাষা ব্যবহার করুন ক্লায়েন্টের সুবিধা অনুযায়ী।

কাজ সময়মতো ডেলিভারি করা

আপওয়ার্কে সফলতা পেতে হলে প্রথম কয়েকটি কাজ অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে। সময়মতো কাজ শেষ করা এবং ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে হবে।

আপওয়ার্ক এ কাজ করার সময় ক্লায়েন্টের সাথে চুক্তি করা হয় যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে জমা দিতে হবে। তাই সঠিক ভাবে ক্লাইন্টের কাজ সম্পন্ন করে সম মতো কাজ ডেলিভারি দেওয়া।

এর ফলে ক্লাইন্ট আপনার উপর সন্তুষ্ট ও খুশি থাকবে। এবং আপনাকে ভালো রেটিং দিবে। যা ভবিষ্যতে আপনাকে আরো কাজ পেতে সাহায্য করবে।

আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য প্রোফাইলকে পেশাদার ও প্রফেশনাল ভাবে সাজানো, সঠিক কাজের জন্য বিড করা, ভালো প্রস্তাব (proposal)লেখা এবং ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা  অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদ্ধতি গুলো ফলো করলে আপওয়ার্কে কাজ পাওয়া ও  সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

আপওয়ার্কে কাজ

আপওয়ার্কে কাজ বলতে বুঝায় আপওয়ার্ক মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। যেখানে ক্লাইন্টরা তাদের পছন্দ অনুযায়ী ফ্রিল্যান্সার দিয়ে তাদের কাজ সম্পন্ন করায়।

আপওয়ার্কে পাওয়া যযায় জনপ্রিয় কাজ গুলো হলো:

১. ওয়েব ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট

  • ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট
  • মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (Android, iOS)
  • কাস্টম সফটওয়্যার
  • ই-কমার্স ওয়েবসাইট
  • ওয়ার্ডপ্রেস, Shopify

২. গ্রাফিক ডিজাইন

  • লোগো ডিজাইন
  • ব্র্যান্ডিং এবং ভিজ্যুয়াল আইডেন্টিটি
  • ব্যানার, ফ্লায়ার এবং পোস্টার ডিজাইন
  • মোশন গ্রাফিক্স ও এনিমেশন
  • প্রেজেন্টেশন ডিজাইন (PowerPoint, Keynote)
  • ইউআই/ইউএক্স ডিজাইন

৩. লেখালেখি ও কনটেন্ট ক্রিয়েশন

  • ব্লগ পোস্ট লেখা
  • আর্টিকেল লেখা
  • কপিরাইটিং
  • প্রুফরিডিং এবং এডিটিং
  • টেকনিক্যাল রাইটিং

৪. ডিজিটাল মার্কেটিং

  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Facebook, Instagram, Twitter)
  • গুগল অ্যাডস এবং পিপিসি (PPC) ক্যাম্পেইন ম্যানেজমেন্ট
  • ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন
  • কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি
  • মার্কেট রিসার্চ এবং ব্র্যান্ড অডিট

৫. ডাটা এন্ট্রি

  • ডাটা এন্ট্রি
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  • ট্রান্সক্রিপশন
  • কাস্টমার সার্ভিস এবং সাপোর্ট
  • প্রজেক্ট ম্যানেজমেন্ট
  • ক্যালেন্ডার এবং ইমেইল ম্যানেজমেন্ট

৬. ভিডিও এডিটিং এবং অডিও প্রোডাকশন

  • ভিডিও এডিটিং
  • ভিডিও প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশন
  • অডিও এডিটিং এবং মিক্সিং
  • পডকাস্ট এডিটিং
  • অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্স

৭. আইটি এবং নেটওয়ার্কিং কাজ

  • আইটি সাপোর্ট এবং নেটওয়ার্ক সেটআপ
  • সার্ভার ম্যানেজমেন্ট
  • ক্লাউড সলিউশনস (AWS, Azure)
  • সাইবার সিকিউরিটি
  • ডেটাবেস ম্যানেজমেন্ট

৮. বিজনেস এবং ফিন্যান্স রিলেটেড কাজ

  • একাউন্টিং এবং বুককিপিং
  • ফিনান্সিয়াল প্ল্যানিং এবং কনসাল্টিং
  • বিজনেস প্ল্যান লেখা
  • মার্কেট অ্যানালাইসিস
  • লিগ্যাল কনসালটেন্সি

আপওয়ার্কে কি কি ধরনের কাজ পাওয়া যায়?

আপওয়ার্কে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। যেমন: 

১. ওয়েব ডেভেলপমেন্ট

২. মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট

৩. গ্রাফিক ডিজাইন

৪. ইউআই/ইউএক্স ডিজাইন

৫. লোগো ডিজাইন

৬. কপিরাইটিং

৭. ব্লগ পোস্ট লেখা

৮. আর্টিকেল লেখা

৯. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)

১০. সোশ্যাল মিডিয়া মার্কেটিং

১১. ভিডিও এডিটিং

১২. অডিও এডিটিং

১৩. ডাটা এন্ট্রি

১৪. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট

১৫. ট্রান্সক্রিপশন।

FAQ’S

প্রশ্নঃ আপওয়ার্ক কি ?

উঃ আপওয়ার্ক হলো ফ্রিল্যান্সিং করার একটি জনপ্রিয় মার্কেটপ্লেস। যেখানে ফ্রিল্যান্সাররা ক্লাইন্ট এর প্রয়োজন অনুযায়ী কাজ করে নির্দিষ্ট পরিমান অর্থ/ডলার ইনকাম করে।

প্রশ্নঃ আপওয়ার্ক  মাকেটপ্লেসের প্রধান প্রতিষ্ঠাতা কে ?

উঃ আপওয়ার্ক মার্কেটপ্লেসে Elance এবং oDesk  দুইটি প্লাটফর্ম নিয়ে তৈরি করা হয়েছে। Elance মার্কেটপ্লেসের এর প্রতিষ্ঠাতা ছিলেন ফাবিও রোসাটি এবং oDesk মার্কেটপ্লেস এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ওডিসি ভলডার্স এবং গ্রেটেনারকস সিয়ারস।

প্রশ্নঃ আপওয়ার্ক  প্রতিষ্ঠাতার তারিখ ও জায়গা

উঃ আপওয়ার্ক (Upwork) প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। আপওয়ার্ক মূলত দুটি প্ল্যাটফর্মের (Elance এবং oDesk) মিলে তৈরি করা হয়েছে। যা ২০১৩ সালে একত্রিত করার  ঘোষণা দেয় এবং পরে ২০১৫ সালে Upwork নামে প্রতিষ্ঠিত হয়। আপওয়ার্ক সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান্তা ক্লারা শহরে অবস্থিত।

প্রশ্নঃ আপওয়ার্ক মার্কেটপ্লেস কোন দেশে অবস্থিত?

উঃ আপওয়ার্ক একটি বিশ্বব্যাপী মার্কেটপ্লেস যা বিশ্বের যে কোন দেশ থেকে ব্যবহার করা যায়। আপওয়ার্ক সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে অবস্থিত।

শেষ কথা

আশা করি উপরোক্ত আর্টিকেল পড়ে আপনি আপওয়ার্ক এর বিষয়ে জ্ঞান বা ধারনা লাভ করতে পারবেন।

আপওয়ার্কে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো করে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারবেন।

ভালো থাকবেন , সুস্থ থাকবেন।

ধন্যবাদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *