ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ( A to Z)
বর্তমান সময়ে ইউটিউব হচ্ছে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। প্রতিদিন কোটি কোটি মানুষ ইউটিউব ব্যবহার করেছে। ইউটিউব ব্যবহারকারী দিন দিন বেড়েই চলেছে।
একটা সময় ছিল যখন মানুষ টিভি ব্যবহার করে দেশ বিদেশের নানারকম চ্যানেলর সাথে পরিচিত হতো। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বিশেষ করে ইউটিউব ব্যবহার করে মানুষ এই সব টিভি চ্যানেল দেখতে পারছে।
অনলাইন জগতে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভিডিও। প্রায় সব বয়সের মানুষ ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রায় সকলেই ইউটিউবে ভিডিও উপভোগ করে থাকে।
ইউটিউবে সারা বিশ্বের খবরাখবর, খেলাধুলা, ইত্যাদি প্রচার করা হয়। এছাড়াও ইউটিউব নানা ধরনের চ্যানেল রয়েছে। যেখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের ভিডিও তৈরি করা হয় । যেমন : শিক্ষামূলক ভিডিও, নাটক , কার্টুন, এনিমেশন, টেকনিক্যাল, খেলা, সিনেমা, বিনোদন ইত্যাদি।
বর্তমান সময়ে সকলেই ইউটিউবে চ্যানেল তৈরি করে তাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে ইনকাম করছে। কেউ নিজেদের দৈনন্দিন জীবনের ভিডিও তৈরি করছে, কেউ গেমিং ভিডিও তৈরি করছে, কেউ শিক্ষা মূলক ভিডিও তৈরি করছে। সকলেই তাদের পছন্দের নিশ বাছাই করে ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করছে।
কোটি কোটি মানুষ ইউটিউবে ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করছে। আজকাল সকলেই ভিডিও তৈরি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে।
ইউটিউব থেকে ইনকামের জন্য প্রথমে আপনাকে ভিডিও নিশ বাছাই করতে হবে । এরপর একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে।
আজকে এই আর্টিকেল আমরা আলোচনা করব, প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, মোবাইলে ইউটিউব চ্যানেল তৈরি,ইত্যাদি
Table of Contents
ইউটিউব
ইউটিউব হচ্ছে অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।২০০৫ সালে ফ্রেব্রুয়ারি মাসে চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাওয়েদ করিম ইউটিউব প্রতিষ্ঠিত করে। বর্তমানে ইউটিউব গুগলের মালিকানাধীন।
ইউটিউবের মাধ্যমে মানুষ ভিডিও, তথ্য, বিনোদন, শিক্ষামূলক ভিডিও শেয়ার করে। ইউটিউব ব্যবহারকারীদের জন্য ইউটিউব এমনভাবে তৈরি করা হয়েছে , যেখানে থেকে ব্যবহারকারী ভিডিও আপলোড করতে পারে, ভিডিও শেয়ার করতে পারে, ভিডিও কেমন হয়েছে তা মন্তব্য করতে পারে।
ইউটিউব শুরু দিক থেকে জনপ্রিয়তা লাভ করে। ইউটিউব খুব দ্রুত গ্লোবাল প্লাটফর্মে পরিণত হয়।
ইউটিউব বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে মিউজিক ভিডিও, ব্লগ, টিউটোরিয়াল, রিভিউ, গেমিং, কৌতুক, বিনোদন , নাটক, সিনেমা,ফানি ভিডিও এবং আরও অনেক কিছু ।
ইউটিউব ব্যবহারকারী তাদের পছন্দ অনুযায়ী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে এবং সাবস্ক্রাইব পরে চ্যানেলের আপডেট পায়। ইউটিউব বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায় যেমন: মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, টিভি।
আপনি ইউটিউব দেখতে চাইলে আপনার মোবাইলে ইউটিউব অ্যাপ ডাউনলোড করতে পারেন। এছাড়াও যেকোনো ব্রাউজার থেকে YouTube.com ভিজিট করতে পারেন। অথবা YouTube App ডাউনলোড করতে পারেন।
ইউটিউব চ্যানেল কি ?
ইউটিউব চ্যানেল একজনের অধীনে তৈরি করা হয়। যেখানে ইউটিউব চ্যানেলের মালিক তার পছন্দমতো ভিডিও তৈরি করে শেয়ার করতে পারে।
একটি ইউটিউব চ্যানেল তৈরি করা খুবই সহজ। এবং ইউটিউব চ্যানেল তৈরি করতে কোনো অর্থের প্রয়োজন হয় না। ইউটিউব ব্যবহারকারী একটি ইমেইল একাউন্ট দিয়ে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে।
ইউটিউব চ্যানেলে কিছু শর্ত পূরণ করার পর গুগল এডসেন্স পায় । আরো অনেক কিছু যেমন: স্পন্সর, ইত্যাদির মাধ্যমে একজন ইউটিউব চ্যানেলের মালিক অর্থ উপার্জন করে।
আরো পড়ুন : প্রফেশনাল ভাবে ইউটিউব ভিডিও তৈরি ( ফুল গাইড)
ইউটিউব চ্যানেল কিভাবে খুলব ?
ইউটিউব চ্যানেল খুলতে হলে একটি গুগল একাউন্ট প্রয়োজন। একটি গুগল একাউন্ট খুলতে একটি ইমেইল একাউন্ট প্রয়োজন। আপনার যদি ইমেল একাউন্টনা থাকে। তাহলে একটি ইমেইল একাউন্ট তৈরি করে নিন ।
ইমেইল একাউন্ট তৈরি
ইমেইল একাউন্ট খুলতে প্রথমে যেকোনো স্ক্রিনের যেকোনো ব্রাউজার থেকে gmail.com লিখে সার্চ দিলে একটি পেইজ শো করবে। এরপর Gmail account name, Gmail account password, Mobile number দিলে একটি ইমেইল একাউন্ট তৈরি হয়ে যাবে। যে ব্রাউজার থেকে ইমেইল একাউন্ট তৈরি করবেন এই ব্রাউজারে ইমেইল একাউন্ট সেট হয়ে যাবে।
ইমেইল একাউন্ট তৈরি করার পর ইউটিউব চ্যানেল খোলাল জন্য ব্রাউজার youtube.com লিখে সার্চ দিলে ইউটিউবের হোম পেইজ শো করবে।
আপনি চাইলে দুই ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন । ব্যক্তিগত ও ব্র্যান্ড হিসেবে, ব্যাক্তিগত ইউটিউব চ্যানেল হলে সাধারণ ইমেইল একাউন্ট হলে হবে।
নিম্নে কিছু স্টেপের মাধ্যমে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম থাকবে।
স্টেপ-১ : আপনি যে ব্রাউজার থেকে ইউটিউব চ্যানেল খুলতে চান ওই ব্রাউজার থেকে YouTube ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর YouTube লগইন অপশনে ক্লিক করুন । লগইন এর পর প্রোফাইল আইকনে ক্লিক করে create a channel অপশনে ক্লিক করুন । আগে থেকে যদি ইমেল একাউন্ট লগইন করা থাকে তাহলে ইউটিউব ওয়েবসাইটে সরাসরি লগইন করতে পারবেন। যদি ইমেল একাউন্ট লগইন করা না থাকে , তাহলে ইউটিউবে ইমেইল নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
স্টেপ-২ : ইউটিউবে লগইন করার পর ইউটিউব ড্যাসবোর্ড শো করবে। ড্যাশবোর্ড এর উপরে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। অতঃপর অনেক গুলো অপশন শো করবে এর মধ্যে “Setting” অপশনে ক্লিক করতে হবে। এরপর ” Your Channel ” পেইজ শো করবে। Your Channel পেইজে তিনটি অপশন শো করবে।
• Channel Status and Features
• Create a New Channel
• View Advanced Settings
Create a New Channel অপশনে ক্লিক করতে হবে। এরপর Create a New Channel Name শো করবে আপনার পছন্দ মতো ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে। নাম দেওয়ার পর ক্লিক করলে নুতন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে।
স্টেপ-৩: ইউটিউব চ্যানেল তৈরি হওয়ার পর আপনি আপনার চ্যানেল কে নিজের মতো করে কাস্টমাইজ অর্থাৎ সাজাতে পারেন। এর জন্য ইউটিউব ড্যাসবোর্ড প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এবং your channel অপশনে ক্লিক করতে হবে। এরপর উপরে Customize channel অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর Layout, Branding, Basic Info তিনটি অপশন শো করবে
Branding অপশনে ক্লিক করলে আপনি আপনার ইউটিউব চ্যানেল প্রোফাইল পিক, কভার ফটো ভিডিও ওয়াটারমার্ক এড করতে পারবেন।
Basic info অপশনে ক্লিক করলে আপনি চ্যানেল নিয়ে বিস্তারিত বিষয় সেটিং করতে পারবেন যেমন :মেইল, ভাষা, লিংক শেয়ার ।
আরো পড়ুন : কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়
মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
সাধারণত বড় স্ক্রিনে ইউটিউব চ্যানেল খুলতে সুবিধা অনেক। তবে মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ইউটিউব চ্যানেল খুলা যায়।
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার উপরে তিন ডট ডট ডট আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পর Desktop site অপশনে ক্লিক করে Desktop site mood অন করতে হবে।
এরপর উপরে উল্লেখ করা নিয়ম মেনে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন মোবাইল দিয়ে।
FAQ’S
প্রশ্নঃ কিভাবে ইউটিউব চ্যানেল খুলব?
উঃ ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার অবশ্যই
একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। জিমেইল একাউন্ট দিয়ে ইউটিউব সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আপনাকে ইউটিউব চ্যানেল এর কিছু নিয়ম ফলো করতে হবে।
ইউটিউবে লগ ইন করার পর ডান দিকে আপনার ইউটিউব প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে।
এরপর Your Channel অপশনে এ ক্লিক করতে হবে।
একটি পপ-আপ আসবে যেখানে আপনাকে আপনার চ্যনেলের নাম পরিবর্তন করতে হবে। এরপর আপনার চ্যানেলের নাম দিতে হবে এবং Create Channel অপশনে ক্লিক করতে হবে।
প্রশ্নঃ ইউটিউব এর জনক এবং মালিক কে?
উঃ ইউটিউব এর জনক হলো:
চাদ হার্লি (Chad Hurley), স্টিভ চেন (Steve Chen) এবং জাওয়েদ করিম (Jawed Karim)। তারা ২০০৫ সালে ইউটিউব তৈরি করেন।
ইউটিউব এর মালিক হলো:
বর্তমান সময়ে ইউটিউব এর মালিক হলো গুগল।
প্রশ্নঃ ইউটিউব চ্যানেল নাম
উঃ ইউটিউব চ্যানেল নাম হলো:
•রঙিন জীবন (Colorful Life)
•গল্পের ঝাঁপি (Story Box)
•আসমার রান্নাঘর (ASMAR Kitchen)
• ভ্রমণ কাহিনী (Travel Tales)
•স্বপ্নের ঠিকানা (Dream Destination)
• Creative Canvas
•সুখের মুহূর্ত (Happy Moments)
শেষ কথা
ভিডিও শেয়ারিং সেরা প্লাটফর্ম হচ্ছে ইউটিউব। ইউটিউব ব্যবহারকারী দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে ইউটিউব 2.70 বিলিয়ন ব্যবহারকারী। উপার্জন করার একটি সহজ মাধ্যম হচ্ছে ইউটিউব ভিডিও তৈরি করা । সঠিক নিয়ম ফলো করে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করলে অর্থ উপার্জন করা সহজ হয়ে যায়।
আশা করি উপরোক্ত আর্টিকেল আপনার উপকৃত হবে। আর্টিকেল পড়ে আপনি খুব সহজেই যেকোন স্ক্রিনে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।