কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়

কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়

বর্তমান সময়ে ইউটিউব হচ্ছে ইনকাম করার জনপ্রিয় মাধ্যম। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর এর জন্য ভালো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।

ইউটিউব থেকে ইনকাম করার প্রধান মাধ্যম হচ্ছে এডসেন্স। ইউটিউবাররা যখন ইউটিউবে ভিডিও আপলোড করে তখন ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী ইউটিউব আপনার আপলোড করা ভিডিওতে এড শো করাবে।এডসেন্স থেকে আয় অংশ ইউটিউবার দের দিয়ে থাকে।

ইউটিউব থেকে ইনকাম করার বিভিন্ন ধরনের মাধ্যমে রয়েছে। তবে তার জন্য আপনার চ্যানেল কে প্রফেশনাল তৈরি করতে হবে। যেমন:চ্যানেলের গ্রোথ বাড়িয়ে, ভিডিও ভিউজ বাড়িয়ে, কনটেন্টের মান বাড়িয়ে ইত্যাদি।

আপনি বিভিন্ন উপায়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। যেমন: ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে সুপার চ্যাট, সুপার স্টিকার,  চ্যানেল মেম্বারশিপ , ইউটিউবে স্পনসরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি ভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।

ইউটিউব ইনকাম শুধুমাত্র আয়ের  উৎস নয় । ইউটিউব  শিল্প এবং একজন কনটেন্ট ক্রিয়েটরকে তার দক্ষতা দেখানোর জন্য করার সুযোগ দেয়।

সফল কনটেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেল এবং ব্র্যান্ড গড়ে তোলার জন্য দীর্ঘসময় ধরে কাজ করে।

আজকে এই আর্টিকেল আমরা জানবো কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় ? ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা সম্ভব? ইত্যাদি

Table of Contents

ইউটিউব ইনকাম কি ?

ইউটিউব ইনকাম হলো ইউটিউব থেকে ইনকাম করার মাধ্যম। ইউটিউব থেকে ইনকাম করার জন্য প্রধান মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স। এছাড়া চ্যানেল মেম্বারশিপ , ইউটিউবে স্পনসরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি ভাবে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব।

ইউটিউবে ভিডিও আপলোড এর মাধ্যমে এডসেন্স বা অন্যান্য উপায়ে ইনকাম করা হয়।

ইউটিউব থেকে  ইনকাম করতে কি কি প্রয়োজন ?

ইউটিউব থেকে ইনকাম করার‌ প্রথম শর্ত হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে।

ইউটিউব থেকে  ইনকাম করতে যা যা প্রয়োজন :

  • একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হবে।
  • ইউটিউব চ্যানেলে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে।
  • এরপর মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে হবে।

মনিটাইজেশন কি ?

মনিটাইজেশন হলো কোনো অনলাইন প্লাটফর্ম থেকে ইনকাম করার অন্যতম একটি মাধ্যম। মনিটাজেশন এর মাধ্যমে ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট , বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়।

যেমন, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে। ভিডিও যে এড শো করবে এর মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করা যায়।

ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?

ইউটিউব থেকে ইনকাম করার বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে। তবে এর মধ্যে ইউটিউব  ইনকাম করার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে মনিটাইজেশন বা গুগল এডসেন্স।

ইউটিউব থেকে ইনকাম করার উপায় গুলো হলো:

  • মনিটাইজেশন
  • ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP)
  • চ্যানেল মেম্বারশিপ
  • এফিলিয়েট মার্কেটিং
  • স্পন্সর

মনিটাইজেশন ইউটিউব ইনকাম

ইউটিউব মনিটাইজেশন ইউটিউব ইনকাম এর প্রধান মাধ্যম। ইউটিউব মনিটাইজেশন এর মাধ্যমে ইউটিউবাররা ভিডিও আপলোড করে এড শো করে ইউটিউব থেকে ইনকাম করে।

ইউটিউব মনিটাইজেশন প্রথমে ইউটিউব পার্টনার হিসেবে যোগদান করতে হবে। ইউটিউব পার্টনার হিসেবে যোগদান করতে কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন:

  • ৫০০ সাবস্ক্রাইব
  • ৩৬৫ দিনে ৩,০০০ ঘন্টা ওয়াচ টাইম
  • ৯০ দিনে ৩ মিলিয়ন ভিউজ

উপরোক্ত শর্ত গুলো পূরণ করলে ইউটিউব পার্টনার হিসেবে যোগদান করতে পারবেন।

ইউটিউব মনিটাইজেশন পেতে আরো কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন:

  • ১০০০ সাবস্ক্রাইব
  • ৩৬৫ দিনে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম
  • ৯০ দিনে ১০ মিলিয়ন ভিউজ

উপরের শর্ত পূরণ করলে ইউটিউব মনিটাইজেশন জন্য এপ্লাই করতে পারবেন।  ইউটিউব মনিটাইজেশন এর জন্য এপ্লাই করার পর আপনার ভিডিও যে এড শো করবে। তার থেকে আপনি ইনকাম করতে পারবেন।

ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) ইউটিউব ইনকাম

ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) এর মাধ্যমে ইউটিউবাররা ভিডিও আপলোড করে ইনকাম করে থাকে।

ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউটিউবারদের বিভিন্ন এড যোগ করার অনুমতি দেয়। সুপার চ্যাট, চ্যানেল মেম্বারশিপ, স্পন্সরশিপ, এবং মার্চেন্ডাইজ ইউটিউব পার্টনার প্রোগ্রাম অনুমতি দদিয়ে থাকে।

ইউটিউব পার্টনার প্রোগ্রাম(YPP)-এর মাধ্যমে ইউটিউব ইনকাম একটি বড় আয়ের উৎস ।

চ্যানেল মেম্বারশিপ ইউটিউব ইনকাম

চ্যানেল মেম্বারশিপ ইউটিউব ইনকাম এর একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মাধ্যম। ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর অংশ হচ্ছে চ্যানেল মেম্বারশিপ ।

চ্যানেল মেম্বারশিপ এর মাধ্যমে ইউটিউবাররা তাদের ভিডিও তে বিভিন্ন সুযোগ-সুবিধা ও কন্টেন্ট অফার করতে পারে।

ইউটিউব মেম্বারশিপ ইনকাম কে ইউটিউব ইনকাম বলি হয়। ইউটিউববাররা ইউটিউব মেম্বারশিপ করে কিছু অংশ লাভ করে এবং আর কিছু ইউটিউব রেখে দেয়।

এফিলিয়েট মার্কেটিং ইউটিউব ইনকাম

এফিলিয়েট মার্কেটিং হচ্ছে ইউটিউব ইনকাম এর একটি জনপ্রিয় মাধ্যম। ইউটিউব ইউটিউববারদের তাদের ভিডিও তে বিভিন্ন পন্য বা কম্পানির সার্ভিস প্রচার করার অনুমতি দেয়।

এফিলিয়েট মার্কেটিং করে আপনি ইউটিউব এডসেন্স এর পাশাপাশি অনেক টাকা ইনকাম করতে পারবেন।

স্পন্সর ইউটিউব ইনকাম

স্পন্সর এর মাধ্যমে ইউটিউবাররা বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে কোম্পানি বা প্রতিষ্ঠানের পন্য বা পরিসেবা ভিডিও মাধ্যমে প্রচার করে।

স্পন্সরশিপ  প্রক্রিয়া এবং কার্যকর উপায় ইউটিউব ইনকাম বাড়ানোর জন্য । বিশেষ করে যদি চ্যানেলের কনটেন্ট এবং দর্শকদের সাথে স্পন্সর ব্র্যান্ডের ভালো মিল থাকে।

ইউটিউব চ্যানেল খুলে কিভাবে টাকা ইনকাম করা যায়

ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউব ইনকাম এর উপায় হলো ইউটিউব চ্যানেল।

নিচে কিছু নিয়ম দেখানো হলো সঠিক ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করার ।

স্টেপ -০১ :

ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার একটি ইমেইল বা জিমেইল একাউন্ট প্রয়োজন।

যেকোনো স্ক্রিনের যেকোনো ব্রাউজার ওপেন করে ইউটিউব ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করার পর Sign In অপশনে ক্লিক করতে হবে।

আরো পড়ুন : AI দিয়ে মাসে লাখ টাকা ইনকাম এর উপায়

ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

স্টেপ -০২ :

Sign In করার পর ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর YouTube Studio অপশনে ক্লিক করতে হবে।

ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়

স্টেপ -০৩ :

এরপর নতুন একটি পেইজ শো করবে।‌ আপনাকে এর মধ্যে Customization Chanel অপশনে ক্লিক করতে হবে।

ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায়

স্টেপ -০৪ :

Customization Chanel অপশনে ক্লিক করার পর তিনটি অপশন শো করবে। যেমন: Layout , Branding Basic Info. এর মধ্যে Branding অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউটিউব চ্যানেল এর Picture, Banner Image, Video Watermark দিতে হবে।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায়

স্টেপ -০৫ :

এরপর Basic Info অপশনে ক্লিক করতে হবে । Basic Info তে  ক্লিক করার পর YouTube channel এর ইউটিউব চ্যানেল নাম (Name) , ইউটিউব চ্যানেল হ্যান্ডেল নাম ( Handle) , ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন (ডেসক্রিপশন) ইত্যাদি দিতে হবে।

ইউটিউব চ্যানেল খুলে কিভাবে টাকা ইনকাম করা যায়

স্টেপ -০৬ :

Basic Info and Breading দিয়ে Save অপশনে অবশ্যই ক্লিক করতে হবে। না হলে কিছুই Save  হবে না। এরপর নিচের বাম দিকে Setting  অপশনে ক্লিক করতে হবে।

ইউটিউবে ভিডিও আপলোড

স্টেপ -০৭ :

Setting এ ক্লিক করার পর chanel অপশনে ক্লিক করতে হবে। এরপর basic Info অপশনে দেশ (Country) সিলেক্ট করতে হবে।

ইউটিউব আমাদের কিভাবে টাকা দেয়

আপনার চ্যানেল যে বিষয়ের এই বিষয়ের কিওয়ার্ড দিতে হবে keyword অপশনে। সবকিছু দিয়ে save অপশনে ক্লিক করতে হবে।

ইউটিউবে ভিডিও আপলোড

ইউটিউব ইনকাম জন্য অবশ্যই আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও তে এড শো এর মাধ্যমে ইউটিউব ইনকাম হয়।

এই জন্য ভিডিও তৈরিতে এবং ইউটিউবে আপলোড করতে সঠিকভাবে করতে হবে। যাতে ইউটিউব অডিয়েন্সরা আপনার ভিডিও পছন্দ করে এবং আপনার ভিডিওর প্রতি আকর্ষণ হয়।

ইউটিউবে আপনি যেকোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিও তৈরি করতে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে।

ভালো কোয়ালিটির ভিডিও ইউটিউবে চ্যানেলে আপলোড করলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি ইউটিউবে অডিয়েন্সের সামনে শো করবে।

ইউটিউবে কেমন ভিডিও আপলোড করবেন

আপনি ইউটিউব যে কোনো বিষয়ের ভিডিও আপলোড করতে পারবেন। যেমন: শিক্ষা, বিনোদন, নাটক, সিনেমা, ফানি ভিডিও, নাচ-গান , টিউটোরিয়াল, টিপস, ভ্লগ , কার্টুন, এনিমেশন, খেলাধুলা, Roasting, রান্না, খাওয়া দাওয়া ইত্যাদি।

টিপস: ইউটিউব ভিডিও বেশি ভিউজ পাওয়ার জন্য ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও আপলোড করতে হবে। বিশেষ করে ট্রেন্ডিং গান ভিডিওতে  ব্যবহার করলে ভিউজ বেশি হয়।

সঠিক নিয়মে ভিডিও আপলোড

ইউটিউব ব্যবহারকারী সকলেই ইউটিউবে ভিডিও আপলোড করতে পারে। তবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা অতি প্রয়োজন।

চলুন জেনে নিই সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হবে :

  • ভিডিও আপলোড করার জন্য অবশ্যই একটি আকর্ষণীয় Thumbnail Image ব্যবহার করতে হবে।
  • ভিডিও জন্য একটি শর্ট টাইটেল ব্যবহার করতে হবে। তবে শর্ট টাইটেল এর মধ্যে অবশ্যই ভিডিওটি কি নিয়ে তা লিখতে হবে
  • টিপস: টাইটেল  এর মধ্যে ইমোজি ব্যবহার করা। ইমোজি  অডিয়েন্সেকে আকর্ষন করে।
  • ভিডিওটি কি নিয়ে তৈরি তা নিয়ে সংক্ষেপে একটি Description লিখা । এবং Description এর মধ্যে ভিডিও রিলেটেড Tags ব্যবহার করা।

টিপস -০১: ভিডিও গুলো ছুটির দিনে আপলোড করা। কেননা ছুটির দিনে মানুষ বেশি ইউটিউব ব্যবহার করে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ভিডিও আপলোড করা সবচেয়ে বেশি ভালো।

টিপস -০২: সঠিক সময় ভিডিও আপলোড করা ভালো। বাংলাদেশর মানুষ সন্ধ্যা ৭:০০ টার পর সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে তখন ভিডিও আপলোড করা বেশি ভালো।

ইউটিউব আমাদের কিভাবে টাকা দেয়?

ইউটিউব আমাদের মনিটাইজেশন এর মাধ্যমে টাকা দিয়ে থাকে। ইউটিউব মনিটাইজেশন পাওয়া জন্য কিছু শর্ত পূরণ করতে হয়।

শর্ত গুলো পূরণ করার পর ইউটিউব মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে হয়। এপ্লাই করার পর কিছু ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হয় এরপর আপনার ইউটিউব মনিটাইজেশন একসেপ্ট করলে আপনার ভিডিও যে ইউটিউব অ্যালগরিদম ইউটিউব ভিডিও যে এড শো করবে এই এড যত মানুষ দেখবে তত বেশি ইউটিউব আপনাকে টাকা (ডলার $) দিবে।

ইউটিউব কত ভিউতে কত টাকা দেয়?

ইউটিউবে সাধারণত ১০০০ ভিউতে $০.৫ থেকে $৫ (বাংলাদেশে ৪০-৪৫০ টাকা) পর্যন্ত টাকা দিয়ে থাকে।

ইউটিউব অ্যালগরিদম অনেক বিষয়ের উপর নির্ভর করে টাকা দিয়ে থাকে। যেমন:

ভিডিওর ধরন : ভিডিওর ধরেন বলতে ভিডিওর কন্টেন্ট এর ধরন কেমন হবে তার উপর। যেমন: শিক্ষা, ভ্লগ , গেমিং ইত্যাদি।

ভিউজের অবস্থান : ভিডিও ভিউজের অবস্থান বলতে ভিডিও অডিয়েন্সেরা কোন দেশের। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ইত্যাদি দেশ থেকে আসা ভিউতে বেশি টাকা দেয়।

বিজ্ঞাপন ক্লিক এবং বিজ্ঞাপনের ধরন: ভিডিওতে যে বিজ্ঞাপন দেখানো হয় । তাতে ক্লিক হলে টাকা বেশি দেয়।

ভিডিওর দৈর্ঘ্য : ৮ মিনিটের বেশি দীর্ঘ ভিডিওতে বেশি বিজ্ঞাপন দেখানো হয় । যার ফলে টাকা বেশি দেওয়া হয়।

তবে মনে রাখতে হবে, ইউটিউব ভিডিও ভিউজ থেকে সরাসরি ইনকাম করা যায় না।

FAQ’S

প্রশ্নঃ ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়?

উঃ ইউটিউব থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়। ইউটিউব থেকে ইনকাম করার প্রধান মাধ্যম হচ্ছে এডসেন্স। যেমন:
• মনিটাইজেশন
• ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP)
• চ্যানেল মেম্বারশিপ
• এফিলিয়েট মার্কেটিং
• স্পন্সর

প্রশ্নঃ ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায়?

উঃ ইউটিউব থেকে ইনকাম নির্ভর করে এড কতবার দেখা হয়েছে তার উপর।

প্রশ্নঃ কিভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায়?

উঃ ইউটিউব চ্যানেল খুলে মনিটাইজেশন এর মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করা যায়।

শেষ কথা

আশা করি উপরোক্ত আর্টিকেল পড়ে আপনার উপকৃত হবে। আপনি ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম প্রথম ভিউজ কম হবে। তবে আস্তে আস্তে ইউটিউব চ্যানেল এর ভিউজ এবং সাবস্ক্রাইব দুটোই বেশি হবে।

ইউটিউব ইনকাম কে প্যাসিভ ইনকাম বলা হয়।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *