সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড নিয়ম (মোবাইল দিয়ে )
ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং এর একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। ইউটিউব কোটি কোটি চ্যানেল রয়েছে যেগুলো ভিডিও আপলোড করে অনেক অনেক টাকা ইনকাম করছে।
বর্তমান সময়ে সকলেই চাই ইউটিউব চ্যানেল তৈরি করে,ভিডিও আপলোড করে তার থেকে ইনকাম করতে। আপনি হয়তো খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড না দেওয়ার ফলে আপনার ইউটিউব চ্যানেল এর ভিডিও ভিউজ হচ্ছে না। নতুন নতুন ইউটিউব চ্যানেল এর ভিডিও ভিউজ না হলে মনিটাইজেশন পাওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে।
মনিটাইজেশন না পেলে আপনি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না। প্রফেশনাল ইউটিউব চ্যানেল না হওয়ায়র ফলে কেউ আপনাকে স্পন্সরশিপ দিতে চাইবে না। ফলে আপনি আপনি কোন ভাবেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না।
ইউটিউব চ্যানেল প্রফেশনাল হলে আপনি অনেক উপায়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।যেমন : ইউটিউব মনিটাইজেশন , স্পন্সরশিপ, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।
ইউটিউব মনিটাইজেশন কে গুগল এডসেন্স ও বলা হয়। গুগল এডসেন্স কে সোনার হরিণ বলা হয়। আপনি একবার ইউটিউব মনিটাইজেশন পেলে প্রতিনিয়ত অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন।
ইউটিউব মনিটাইজেশন পেতে অনেক গুলো শর্ত পূরণ করতে হয় । যেমন:
• ইউটিউব চ্যানেলর ভিডিও ১২ মাসের মধ্যে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হতে হবে।
• ১০০০ সাবস্ক্রাইব
• short video ৯০ দিনে ১০ মিলিয়ন ভিউজ।
ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেতে Shots video সুবিধা অনেক। শর্ট ভিডিও দ্রুত ভাইরাল।ইউটিবে এমন অনেক চ্যানেল রয়েছে যেগুলো শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করছে।
আজকে এই আর্টিকেল আমরা আলোচনা করব, কীভাবে সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করতে হবে? ইউটিউব ভিডিও কখন আপলোড করলে ভালো হয়? কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হবে?
Table of Contents
সঠিকভাবে ইউটিউব ভিডিও আপলোড
আপনি যেকোন স্ক্রিনে খুব সহজেই ইউটিউব ভিডিও আপলোড করতে পারবেন। ইউটিউব ভিডিও আপলোড করার সময় কিছু নিয়ম ফলো করলে ভিডিওতে ভিউজ ভালো হয়। এবং আস্তে আস্তে ইউটিউব চ্যানেল পপুলার হয়।
নিম্নে আমরা জানবো কিভাবে মোবাইলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়।
মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড
স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজেই ভিডিও আপলোড করতে পারবেন। আপনি অনেক উপায়ে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে পারেন। যেমন : ক্রোম ব্রাউজার, ইউটিউব অ্যাপ, ইউটিউব ষ্টুডিও অ্যাপ।
আপনি মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে চাইলে সবচেয়ে সহজ উপায়ে হচ্ছে ইউটিউব অ্যাপ।
ইউটিউব অ্যাপে ভিডিও আপলোড করতে নিম্নে স্টেপ গুলো ফলো করতে হবে।
স্টেপ-১:
প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে ইউটিউব অ্যাপ ওপেন করতে হবে। ইউটিউব প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে । ক্লিক করার পর Add account অপশনে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলের জিমেইল একাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। ইউটিউব চ্যানেল যদি আগে থেকে সাইন ইন না করা থাকে তাহলে উপরের নিয়ম ফলো করতে হবে।
স্টেপ-২:
ইউটিউব ওপেন করার পর ইউটিউবের হোম পেইজ শো করবে। হোম পেইজের একবার নিচে Plus Icon (+)ক্লিক করতে হবে ।
Plus Icon ক্লিক করার পর নিচের দিকে কিছু অপশন শো করবে যেমন: Video, Short, live, Post ।
অপশন গুলো থেকে Video ক্লিক করতে হবে । এরপর আপনার গ্যালারির ভিডিও শো করবে। আপনি যে ভিডিও আপলোড করতে চান এই ভিডিও তে ক্লিক করতে হবে । ( আপনি চাইলে ভিডিও লংটাইম
এডিট করতে পারবেন ) এরপর Next বাটনে ক্লিক করতে হবে।
স্টেফ-৩:
এরপর আপনাকে ভিডিও নিয়ে কিছু ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন গুলো হলো:
• Create @ title ( type @to mention a channel): আপলোড করার ভিডিওর একটি Title দিতে হবে । ভিডিও রিলেটেড Title দিলে ভালো। এতে youTube ভিউজরা আপনার আপলোড করা ভিডিওর উপর আকৃষ্ট হবে। ( ভিডিও টাইটেল বেশি বড় দেওয়া যাবে না । এমন টাইটেল নির্বাচন করে দিতে হবে যাতে ইউটিউব অডিয়েন্স আপনার ভিডিও দেখতে আগ্ৰহ হয়।)
• Add Description : আপনার আটলোড করা ভিডিওটি কি রিলেটেড তার উপর কিছু গুরুত্বপূর্ণ বর্ননা দিয়ে Description লিখতে হবে। এবং আপনার ভিডিওটি যে রিলেটেড এই রিলেটেড কিছু Tag Description এড করবেন।
অডিয়েন্স এই রিলেটেড ভিডিও ইউটিউবে সার্চ করলে Description এড করা Tag এর জন্য অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটি শো করতে সাহায্য করবে।
• Visibility : Visibility অপশনে অটোমেটিক্যালি Public সেট করা থাকবে । আর যদি না থাকে তাহলে Visibility অপশনে ক্লিক করলে চারটি অপশন শো করবে। যেমন:
1) Public ( Anyone Can Search for Views)
2) Unlisted ( Anyone with the link can View
3) Only people you Choice Can View
4) Schedule ( আপনি ভিডিও আপলোড করে Schedule করে রাখতে পারেন। আপনি কখন কোনদিন কোন সময় ভিডিও আপলোড করবেন তা সিলেক্ট করে রাখলে ইউটিউব অ্যালগরিদম আপনার সিলেক্ট করা সময়ে ভিডিও আপলোড করে দিবে।
• Location : আপনি আপনার ভিডিও কোন জায়গার বা Location আপনি চাইলে তা দিতে পারেন। Location অপশনে ক্লিক করলে বিভিন্ন Location থাকবে। আপনি আপনার Video location সিলেক্ট করে দিবেন।
• Add to Playlists : আপনি যদি একই রকম ভিডিও একসাথে রাখতে চান, তাহলে Add to Playlists সষকরে রাখতে পারেন। এর জন্য আপনাকে আগের থেকে Playlist তৈরি করে রাখতে হবে।
• Short remixing : Short remixing অপশনে ক্লিক করলে তিনটি অপশন শো করবে :
- Allow Video and nd audio remixing
- Allow only audio remixing
- Don’t allow remixing
• Comment : comment দুইটি অপশন রয়েছে আপনি চাইলে on, off করতে পারবেন। তবে Comment on রাখা ভালো। ইউটিউব অডিয়েন্স যত বেশি Comment করবে ভিডিও ততই ভাইরাল হবে।
উপরোক্ত অপশন গুলো ভালো ভাবে দিয়ে উপরের Next Button ক্লিক করতে হবে।
স্টেপ-৪:
Next বাটনে ক্লিক করার পর আপনার সামনে তিনটি অপশন শো করবে। যেমন:
1) yes it’s made for kids
2) no, it’s not made for kids
3) age restriction ( advanced)
- yes , restrict my video to views to over 18
- no , don’t restrict my video to views to over 18
এর মধ্যে আপনার ভিডিও ধরন ও আপনার পছন্দ মতো একটি অপশন সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করার পর আপলোড ভিডিও অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ভিডিও টি আপলোড হয়ে যাবে।
আরো পড়ুন : প্রফেশনাল ভাবে ইউটিউব ভিডিও তৈরি ( ফুল গাইড)
ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড
কিওয়ার্ড রিসার্চ আপনার ভিডিও কে অনেক অনেক পরিমাণ ভালো ভূমিকা রাখে। আপনার ইউটিউব ভিডিও কিওয়ার্ড এড করলে আপনার তৈরি ভিডিও রিলেটেড ইউটিউব অডিয়েন্স সার্চ করলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি ইউটিউবে অডিয়েন্সের সামনে শো করবে ।
ইউটিউব ভিডিও কিওয়ার্ড কি? ইউটিউব ভিডিও কিওয়ার্ড হচ্ছে আপনি কোনো বিষয়ে ইউটিউব সার্চ করলেন যেমন : কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো , এই পুরো লেখাটা হচ্ছে একটি কিওয়ার্ড।
আপনি আপনার তৈরি ভিডিও Description কিওয়ার্ড এড করতে পারেন, Title এড করতে পারেন,Tag হিসেবে এড করতে পারেন।
Note :- আপনি ভিডিওটি যতটা কিওয়ার্ড এড করেন না কেন কিওয়ার্ডের শুরুতে অবশ্যই (#) ব্যবহার করতে হবে। যেমন:
# কীভাবে ইউটিউব ভিডিও আপলোড করবো?
# কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড করব?
আরো পড়ুন : কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়
ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময় কখন?
যারা নতুন নতুন ইউটিউব ভিডিও আপলোড করছেন বিশেষ করে তাদের সকলের একটি প্রশ্ন কখন ইউটিউব ভিডিও আপলোড করলে বেশি ভালো হয় ।
বাংলাদেশ মানুষ সন্ধ্যা ৭:০০ (আনুমানিক)পর বেশি ইউটিউবে এক্টিভ থাকে।
ইউটিউব ভিডিও আপলোড করার উপযুক্ত সময় হলো সন্ধ্যায় ৭:৩০। আপনি সপ্তাহ বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যায় ৭:০০ বা ৭:৩০ ভিডিও আপলোড করতে পারেন।
আপনি যদি ইউটিউবে Shorts video আপলোড করতে চান তাহলে প্রতিদিন ২টি ভিডিও আপলোড করতে পারেন। সন্ধ্যায় ৭:০০ ও রাত ১০:০০।
কিভাবে ভিডিওর এনালাইস করবো?
ভিডিও এনালাইস কী? ভিডিও এনালাইস হচ্ছে আপনার আপলোড করা ভিডিওটি কতজন মানুষ দেখেছে, কয়টি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব হয়েছে। কোন দেশের থেকে কয়জন মানুষ ভিডিও দেখছে ইত্যাদি।
আপনি মোবাইল দিয়ে খুব সহজেই আপনার ইউটিউব ভিডিও এনালাইস করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার মোবাইল Play store থেকে YouTube Studio ডাউনলোড করতে হবে।
ডাউনলোড করার পর YouTube Studio App ওপেন করতে হবে। অটোমেটিক আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব স্টুডিও সেট করা থাকবে। আপনি যে চ্যানেল এনালাইস করতে চান ঐ চ্যানেলে ক্লিক করলে আপনার সামনে ঐ চ্যানেলের এনালাইস শো করবে।
FAQ’S
প্রশ্নঃ ইউটিউব এ ভিডিও title কত সংখ্যার দেওয়া যায়?
উঃ ইউটিউবের ভিডিও টাইটেলের জন্য সবোর্চ্চ ১০০ ক্যারেক্টার ব্যবহার করা যায়। এর মধ্যে স্পেস, অক্ষর, সংখ্যা এবং চিহ্নও হিসাব করা হয়।
প্রশ্নঃ কখন ইউটিউব ভিডিও আপলোড করলে ভালো হয়?
উঃ ইউটিউব ভিডিও আপলোড করার সময় নির্ধারণ করাতে অবশ্যই আপনার লক্ষ্য অডিয়েন্সের উপর নির্ভর করবে । তবে অনেক গবেষণা ও রিসার্চ করে দেখা যায় সপ্তাহে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও সন্ধ্যার সময় (৫-৭ PM) ভিডিও আপলোড করলে ভালো হয়।
প্রশ্নঃ ইউটিউব ভিডিও থাম্বনেল ইমেজ সাইজ কত?
উঃ ইউটিউব ভিডিওর থাম্বনেইল ইমেজ সাইজ হলো 1280 x 720 পিক্সেল (পিএক্স)।
প্রশ্নঃ ইউটিউব ভিডিও এর দৈর্ঘ্য কত হওয়া উচিত?
উঃ ইউটিউব ভিডিও দৈর্ঘ্য ১০-২০ মিনিট এর মধ্যে হলে ভালো। তবে টিউটোরিয়াল, শিক্ষানীয়, ডকুমেন্ট রিলেটেড ভিডিও একটু বেশি বযড় হলে ভালো।
প্রশ্নঃ বাংলাদেশে ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ করা কীওয়ার্ড
উঃবাংলাদেশে ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ করা কীওয়ার্ড গুলো হলো :
বাংলাদেশে ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ করা কীওয়ার্ড গুলোর মধ্যে বিনোদন, শিক্ষা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন কিওয়ার্ড বেশি জনপ্রিয়। যেমন:
গান (Music)
Bangla Songs, Latest Bangla Songs
শিক্ষা (Education)
Online Classes, Exam Preparation
ট্রাভেল ভ্লগ (Travel Vlog)
Bangladesh Travel, Travel Vlogs
মুভি (Movies)
Bangla Full Movie, New Bangla Movie
রান্নার রেসিপি (Cooking Recipe)
Bangla Cooking, Cooking Recipes
ট্রেন্ডিং নিউজ (Trending News)
Bangla News, Breaking News
নাটক (Drama)
Bangla Natok, New Bangla Natok
টিপস এবং টিউটোরিয়াল (Tips and Tutorials)
Tech Tips, Tutorials
শেষ কথা
আশাকরি উপরোক্ত আর্টিকেল পড়ে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন।
উপরোক্ত নিয়ম মেনে আপনি ভিডিও আপলোড করলে আশা করি ভালো ফল পাবেন।
তবে, আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে। এমন ভিডিও আপলোড করবেন , যেগুলো ইউটিউব অডিয়েন্স পছন্দ করে। আপনি চাইলে এসব ভিডিও তৈরি করতে পারেন। যেমন: কার্টুন, ফানি ভিডিও, এনিমেশন, টেকনিক্যাল, খেলা, বিনোদন, নাটক ইত্যাদি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।