ইতালি ভিসা আবেদন নিয়ম( A To Z)

ইতালি ভিসা আবেদন নিয়ম( A To Z)

ইউরোপের উন্নতমানের একটি দেশ হচ্ছে ইতালি। ইতালি দক্ষিণ ইউরোপে উপদ্বীপে অবস্থিত। ইতালি অর্থনীতি ইউরোপের মধ্যে অন্যতম।

উন্নত শিক্ষা ব্যবস্থা ও বিভিন্ন কর্মসংস্থানের জন্য ইতালি বেশখ্যাতী। শিল্প, কৃষি , সেবা, গাড়ি, ফ্যাশন, এবং বিশেষ করে পর্যটন শিল্প  ইতালির প্রধান অর্থনৈতিক ক্ষেত্র।

ইতালি শিক্ষা ক্ষেত্রে ও কাজের ক্ষেত্রে উন্নত অনেক। ইতালির উন্নত শিক্ষা ব্যবস্থা ও বহুমুখী কাজের জন্য দেশের প্রায় অনেকেই ইতালি যেতে আগ্রহী।

পর্যটন, ব্যবসা, কর্ম, শিক্ষা আরো বিভিন্ন প্রয়োজনে মানুষ ইতালি বা অন্য দেশে যাচ্ছে। ইতালিতে অনেক কাজ রয়েছে। যেমন: কৃষি, সেবা, পর্যটন এবং বিভিন্ন চাকরি ইত্যাদি । এত কাজ থাকলেও ইতালি তে কাজের মানুষের সংখ্যা খুবই কম। এর ফলে ভিন্ন ভিন্ন দেশ থেকে কাজের জন্য ইতালিতে মানুষ যাচ্ছে কাজ করতে।

ইতালিতে আপনি যেতে পারলে উন্নত মানের কাজ, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, ও সুন্দরতম পরিবেশ উপভোগ করতে পারবেন।

ইতালি যেতে হলে ইতালি ভিসা আবেদন করার নিয়ম জানতে হবে। ইতালি ভিসা আবেদনের জন্য ভিসা আবেদন ফর্ম ও লিংক প্রয়োজন।

আজকে এই আর্টিকেলে ইতালি ভিসা আবেদনের ফর্ম ও লিংক সংগ্রহ ? কীভাবে ইতালি ভিসা আবেদন করবো? ইতালি ভিসা আবেদন করতে কি প্রয়োজন ?

ইতালি ভিসা আবেদন লিংক

অনলাইনে ইতালি ভিসা আবেদনের জন্য ইতালি ভিসা আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।  ইতালি ভিসা আবেদনের লিংক https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa । এই লিংকে ক্লিক করার পর Identify visa type অপশনে ক্লিক করতে হবে। অতঃপর  কিছু নিয়ম ফলো করলে

আপনি খুব সহজেই অনলাইনে ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আরো পড়ুন : সহজ নিয়মে সৌদি আরবের ভিসা আবেদন

ইতালি ভিসা আবেদন ফর্ম

ইতালি ভিসা আবেদনের জন্য সর্বপ্রথম প্রয়োজন আবেদনের জন্য ফর্ম। অনলাইনে ফর্ম নিতে ইতালি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

ফর্মটি ডাউনলোডের জন্য যেকোনো স্ক্রিনের Chrome Bowser গিয়ে এই লিংকে Visa Apply ক্লিক করতে হবে।

ক্লিক করার পর একটি পেইজ শো করবে। Identify visa type অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর  Visa Type  অপশনে ক্লিক করতে হবে।

Visa Types

এরপর ভিসার ক্যাটাগরি শো করবে এর মধ্যে আপনি যে কাজে যেতে চান এই টাইপের ক্যাটাগরি চয়েস করতে হবে। ক্যাটাগরি গুলো হলো:

  • Business
  • Family Re-Union
  • Work
  • Medical
  • Religious
  • Sport
  • Study
  • Re-Entry
  • Lavoro Autonomo
  • Seaman, Etc
Apply Visa

ভিসা ক্যাটাগরি টাইপ সিলেক্ট করার পর Overview অপশনে ক্লিক করতে হবে। এরপর  DownloadFrom অপশনে ক্লিক করতে হবে। আপনার সামনে দুটি অপশন শো করবে।

  1. Long-Term ( D type for more than 90 Days)
  2. Short-Term ( D type for more than 90 Days)
Visa Apply Form

আপনার সুবিধা মতো অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে ফর্ম শো করবে । Download Option/ Icon  ক্লিক করলে আপনার ইতালি ভিসা আবেদনের ফর্ম ডাউনলোড হয়ে যাবে।

ইতালি ভিসা আবেদন করার নিয়ম

ইতালি ভিসা আবেদনের সময় সঠিক নিয়ম‌ ফলো করতে হবে। ভিসা তৈরিতে কোনো প্রকার ভুল হলে ভিসা বাতিল হয়ে যায়। তাই ইতালি ভিসা তৈরিতে সঠিক নিয়ম অবলম্বন করতে হয়।

চলুন জেনে নিই কিভাবে সঠিক নিয়ম‌ ইতালি ভিসা আবেদন করতে হবে।

• প্রথমে ইতালি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। উপরে ইতালি অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। যেকোনো স্ক্রিনের যেকোনো ব্রাউজার ওপেন করে লিংকে ক্লিক করলে ইতালি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

• প্রবেশ করার পর Identify Visa Type অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পুনরায় Visa Type অপশনে ক্লিক করতে হবে। এরপর ভিসা টাইপ সিলেক্ট করার জন্য অনেক গুলো ক্যাটাগরি শো করবে ‌। আপনার প্রয়োজনে ক্যাটাগরি সিলেক্ট করে Overview অপশনে ক্লিক করতে হবে।

• Overview অপশনে ক্লিক করার পর Download Form অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার স্ক্রিনে ফর্ম শো করবে। ডাউনলোড অপশনে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে হবে।

Visa Form Download

• পরিশেষে ভিসা আবেদন ফরম সংগ্রহ করে ভিসা ফর্ম কালেক্ট এজেন্সির মাধ্যমে ফর্ম জমা দিয়ে ভিসা ফি পরিশোধ করতে হবে।

ইতালি ভিসা প্রসেসিং

ইতালি ভিসা আবেদনের পর ভিসা প্রসেসিং শুরু হয়ে যায়। ভিসা আবেদনের ২-৮ সপ্তাহের ( আনুমানিক) মধ্যে ভিসা প্রসেসিং সম্পূর্ণ হয়ে যায়।

ভিসা আবেদনের ফর্ম এবং সকল প্রকার কাগজপত্র ঠিক থাকলে ভিসা অনুমোদন পেয়ে যাবেন। অনেক সময় অনেক কারনে অনুমোদন পেতে দেরি হয় ।

দেরি হলে চিন্তা বা ভয়ের কিছু নেই, তবে একটু ধৈর্য ধরতে হবে।  আর আপনি যদি কোনো কারণে অনুমোদন না পান তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

ইতালি ভিসা খরচ

ইতালি ভিসা খরচ ভিসার ধরনের উপরে নির্ধারণ করা হয়। ইতালি ভিসা দুই ধরনের:

  • সিজনাল ভিসা
  • নন সিজনাল ভিসা

আপনি যদি ২- মাসের জন্য ইতালিতে যেতে চান তাহলে আপনাকে সিজনাল ভিসা করতে হবে। সিজনাল ভিসা করতে  ৪ লক্ষ ( আনুমানিক)  টাকার মতো খরচ হয়।

অন্যদিকে, আপনি যদি দীর্ঘদিন থাকার জন্য বা কাজেল জন্য বা পড়ার জন্য যেতে চান তাহলে আপনাকে নন সিজনাল ভিসা করতে হবে। নন সিজনাল ভিসা করতে ৯-১৫ লক্ষ ( আনুমানিক) টাকা খরচ হবে।

ইতালি ভিসা আবেদন করতে কি কি প্রয়োজন

সবধরনের ভিসা তৈরিতে কিছু পয়েন্ট করা কাগজপত্র প্রয়োজন। এছাড়া ভিসা ধরনের উপর ভিসা আবেদনের কাগজপত্র জমা দিতে হয়। ভ্রমণের উপর নির্ভর করে ভিসার ধরন ।

ইতালি ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ হলো :-

  • অন্তত ছয় মাস মেয়াদি বাংলাদেশী পাসপোর্ট।
  • ভিসা আবেদনের ফর্ম পূরণ ও স্বাক্ষর।
  • পাসপোর্ট সাইজের দুই – চার  কপি ছবি।
  • জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
  • করোনা টিকা সনদ।
  • শিক্ষাগত যোগ্যতা ।
  • আবেদন ফি রশিদ।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • অভিজ্ঞতার প্রমান ( অভিজ্ঞতা থাকলে)।
  • ব্যাংক স্টেটমেন্ট।
  • মেডিকেল সার্টিফিকেট।
  • ইংরেজ ভাষা দক্ষতার সার্টিফিকেট।
  • ভ্রমন বীমা।
  • স্পন্সর নম্বর ( স্পন্সর ভিসা হলে)
  • রিকোমেন্ডেশন লেটার।

ইতালি স্পন্সর ভিসা

নন সিজনাল ভিসা কে স্পন্সর ভিসা বলা হয় ।  স্পন্সর ভিসা হচ্ছে কাজের জন্য , ইতালির কোনো কম্পানি বা প্রতিষ্ঠান বা অন্যান্য কাজের ক্ষেত্র  অন্য দেশ থেকে কর্মী নিয়োগ করে থাকে।

ইতালি শ্রম মন্ত্রণালয় ২০২১ সালে ২১ ডিসেম্বর এই নিয়ম জারি করে। বাংলাদেশ ও আরো অন্য কিছু দেশ থেকে ৬৯ হাজার ৭০০ জন অভিবাসী কর্মী নিয়োগ নিয়ে থাকে ।

প্রত্যেক বছর একটা সময় কর্মী নিয়োগের ঘোষণা করে থাকে। প্রত্যেক কাজের খাতের জন্য নির্দিষ্ট পরিমাণ কর্মী নিয়োগ করা হয়।

২০২৩ সাল থেকে ৩৪ দেশ থেকে থেকে ইতালি সিজনাল ও নন সিজনাল ভিসার জন্য কর্মী আবেদন করতে পারবে। এর মধ্যে কিছু দেশের নাম হচ্ছে :-

  1. বাংলাদেশ
  2. ইউক্রেন
  3. শ্রীলঙ্কা
  4. সুদান
  5. পেরু
  6. পাকিস্তান
  7. নাইজেরিয়া
  8. জাপান
  9. ভারত
  10. মালি
  11. নাইজার
  12. মরক্কো
  13. ফিলিপাইন
  14. মিশর
  15. কোরিয়া
  16. ভারত
  17. জর্জিয়া
  18. গাম্বিয়া
  19. ঘানা
  20. জাপান
  21. গুয়াতেমালা
  22. সেনেগাল
  23. সার্বিয়া
  24. কসোভো
  25. মরিশাস
  26. মলদোভা
  27. মন্টিনিগ্রো
  28. কিরগিজস্তান
  29. বসনিয়া-হার্জেগোভিনা
  30. আইভরি কোস্ট
  31. এল সালভাদর
  32. আলবেনিয়া
  33. আলজেরিয়া
  34. ইথিওপিয়া

ইতালি ভিসা আবেদনের নিয়ম ২০২৪ এর জারিতে উপরোক্ত ৩৪ টি ( আনুমানিক) দেশ নির্ধারণ করা হয়েছে।  এই নিয়মটি ইতালি দীর্ঘমেয়াদি কর্মসংস্থান ও দক্ষ পেশাজীবীদের জন্য।

FAQ’s

ইতালি ভিসা আবেদনের জন্য কিছু সাধারণ প্রশ্নের উত্তর।

প্রশ্নঃ ইতালি ভিসা আবেদনের সঠিক লিংক কোনটি?

উঃ ইতালি ভিসা আবেদনের সঠিক লিংক হলো:
https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa

প্রশ্নঃ ইতালি ভিসা খরচ কত?

উঃ ভিসার তৈরির উপর খরচ নির্ভর করে:

১) সিজনাল ভিসা = ৪ লক্ষ ( আনুমানিক)  টাকা ।
২) নন সিজনাল ভিসা = ৯-১৫লক্ষ(আনুমানিক)টাকা।

প্রশ্নঃ বাংলাদেশে ইতালি ভিসা পেতে কতদিন সময় লাগে?

উঃ সাধারণ ৫-৭ মাস ( আনুমানিক ) সময় লাগবে।

প্রশ্নঃ ইতালির স্পন্সর ভিসা কি?

উঃ ইতালি স্পন্সর ভিসা হলে জাতীয় ভিসা। ইতালি স্পন্সর ভিসা ইটালিয়ান এক্সটেন্ডেড রেসিডেন্স ভিসা নামে পরিচিত।

প্রশ্নঃ ইতালি ভিসা আবেদন করতে কি কি লাগে ?

উঃ ইতালি ভিসা আবেদন করতে যা যা প্রয়োজন:

১) পাসপোর্ট
২) ভিসা আবেদন ফর্ম
৩) ভিসা ফি
৪) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
৫) আর্থিক প্রমাণ
৬) যে ভিসার উদ্দেশ্য যাবে এই বিষয়ের ডকুমেন্ট

প্রশ্নঃ ইতালি সিজনাল ভিসা কি?

উঃ ইতালি সিজনাল ভিসা হলো মৌসুমে ভিসা। কৃষি, পর্যটন ও অন্যান্য মৌসুমে কাজের জন্য বিদেশি লোক ইতালিতে কাজের জন্য আসে। ইতালি সিজনাল ভিসা নির্দিষ্ট সময়ের জন্য বৈধ থাকে

শেষ কথা

উপরোক্ত আর্টিকেল আপনার জন্য উপকৃত হবে। আপনারা যারা ইতালিতে কাজের জন্য বা ভ্রমণের জন্য ইতালি ভিসা আবেদন করতে চাচ্ছেন, কিন্তু পারচ্ছেন না। এই ব্লগটি ভালোভাবে পড়লে আপনি খুব সহজেই ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *