নতুনদের জন্য এটিএম কার্ড ব্যবহার করার নিয়ম
বর্তমান সময়ে প্রযুক্তি উন্নয়নের সাথে এটিএম (ATM card) কার্ড এর ব্যবহার বাড়ছে। এটিএম কার্ড এর সাথে সবাই পরিচিত।
এটিএম কার্ড ব্যবহার করে আপনি এটিএম বুথ এর সাহায্যে যে কোনো জায়গায় থেকে টাকা তুলতে পারবেন।
মোবাইল ব্যাঙ্কিং,কন্টাক্টলেস পেমেন্ট এবং ডিজিটাল ওয়ালেটের সঙ্গে বিভিন্ন মিল হওয়ার ফলে এটিএম কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করা আরও সহজ হয়ে উঠেছে।
যে কোনো সময়ে , যেকোনো জায়গায় থেক এটিএম বুথ এর সাহায্যে টাকা তুলতে পারে এবং অন্যান্য লেনদেন করা যায় বলে এটিএম কার্ড ব্যাপক ভাবে ব্যবহার করা হচ্ছে।
বর্তমান সময়ে ব্যাংকিং সেবা অনলাইনে ঘরে বসে পাচ্ছে। এটিএম কার্ড দিয়ে অনলাইন ব্যাংকিং এর টাকা তোলা জমা দেওয়া, বিল পেমেন্ট ইত্যাদি করতে পারছে।
বলতে গেলে এটিএম কার্ড আমাদের মানবজীবন কে সহজ করে তুলেছে। এটিএম কার্ড এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।
Table of Contents
এটিএম কার্ড কি ?
এটিএম কার্ড হলো একপ্রকার ব্যাংক কার্ড। এটিএম কার্ড এর পূর্নরূপ হলো , অটোমেটেড টেলার মেশিন (Automated Teller Machine )।
এটিএম কার্ড হলো স্বয়ংক্রিয় টেলার মেশিন। এটিএম কার্ড এর মাধ্যমে টাকা তোলা , ব্যালেন্স চেক এবং অন্যান্য ব্যাংকিং কাজ করা হয়।
এটিএম কার্ড ব্যবহার করে সহজেই ব্যাংকিং সেবা নিতে পারে গ্ৰাহকরা।
এটিএম কার্ড ব্যাংক থেকে ইস্যু করা হয়। এটিএম কার্ড এর মধ্যে একটি স্ট্রিপ বা চিপ থাকে, যা এটিএম কার্ড ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে।
এটিএম কার্ড ব্যবহার করার জন্য একটি পিন রয়েছে। পিনটি এটিএম কার্ড এর নিরাপত্তা লেনদেন সহায়তা করে থাকে।
বর্তমান সময়ে এটিএম কার্ড এর সাহায্যে শুধু ব্যাংকিং এর কাজ নয় , অনলাইন শপিং , বিল পেমেন্ট, আরো বিভিন্ন লেনদেন করা হয়।
এটিএম বুথ কি?
এটিএম কার্ড এবং এটিএম বুথ দুইটি সম্পূর্ণ আলাদা মেশিন।
এটিএম কার্ড হলো বৈদ্যুতিক (Electronic Money বা e-Money)পেমেন্ট কার্ড। এটিএম কার্ড দিয়ে এটিঐম বুথ মেশিন এর সাহায্যে টাকা তোলা হয়।
এটিএম বুথ এর পূর্ণরুপ হলো অটোমেটেড টেলার মেশিন বুথ।
এটিএম বুথ এর ভিতর এটিএম কার্ড প্রবেশ করিয়ে ব্যাংক একাউন্ট এর ব্যালেন্স চেক , টাকা তোলা, টাকা লেনদেন করতে পারবেন।
এটিএম বুথ মেশিন ব্যাংক শাখার বাইরে, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিমানবন্দর, হাসপাতাল এবং অন্যান্য বিশাল স্থানে স্থাপিত থাকে । যাতে গ্রাহকরা এটিএম বুথ এর মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে।
এটিএম বুথ মেশিন গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটিএম বুথ মেশিন কী-প্যাড অপশন থাকে। যেখানে এটিএম কার্ড এর পিন নম্বর দিয়ে টাকা তোলা ও লেনদেন করতে পারবেন।
এটিএম কার্ড কিভাবে তৈরি করব
এটিএম কার্ড তৈরি করতে হয় না। সাধারণত ব্যাংক একাউন্ট থাকলে এটিএম কার্ড এর জন্য এপ্লাই করতে হয়। চলুন জেনে নিই এটিএম কার্ড তৈরি বা এপ্লাই করার নিয়ম:
অবশ্যই আপনার একটি সঞ্চয়ী (savings) বা চলতি (current) ব্যাংক একাউন্ট থাকতে হবে।
ব্যাংক একাউন্ট খোলার পর সাধারণত আপনাকে এটিএম কার্ড দেবে। তা না হলে আপনাকে এটিএম কার্ড এর জন্য আবেদন করতে হবে।
আবেদন করার পর , আপনাকে সরাসরি ব্যাংক থেকে এটিএম কার্ড কালেক্ট করতে হবে।
এটিএম কার্ড পাওয়ার পর আপনাকে একটি পিন সেট করতে হবে। সেট করা পিন নম্বর দিয়ে টাকা লেনদেন, ব্যালেন্স চেক, টাকা তুলতে পারবেন।
অনেক ব্যাংক থেকে এটিএম কার্ড পাওয়ার পর প্রথম বার এর মতো টাকা এটিএম বুথ এর মাধ্যমে লেনদেন করতে হবে।
আরো পড়ুন : সহজে ব্যাংক একাউন্ট কীভাবে খুলবেন?
এটিএম কার্ড ব্যবহারের নিয়ম
এটিএম কার্ড ব্যবহারের জন্য নিয়ম ও সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।
অনেক ক্ষেত্রে এটিএম কার্ড দিয়ে টাকা তোলা নিয়ম বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে, ইসলামি ও ডাছ বাংলা ব্যাংক এর এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম একই।
বর্তমান সময়ে এটিএম কার্ড এর ব্যবহার অনেক হলো ও অনেকেই আছে যারা এটিএম কার্ড ব্যবহার এর সঠিক নিয়ম ও সতর্কতা জানতে হবে।
এটিএম কার্ড দিয়ে টাকা তোলা
এটিএম কার্ড দিয়ে টাকা তোলার জন্য অবশ্যই দুইটি নিয়ম জানা প্রয়োজন।
- এটিএম কার্ড দিয়ে টাকা তোলার জন্য অবশ্যই এটিএম কার্ড সাথে নিয়ে যেতে হবে।
- এটিএম কার্ড এর পিন নম্বর অবশ্যই মনে রাখতে হবে।
এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
- এটিএম কার্ড দিয়ে টাকা তোলার জন্য অবশ্যই এটিএম বুথ মেশিন এর কাছে যেতে হবে। বা এটিএম বুথ নির্বাচন করতে হবে।
- এটিএম কার্ড এটিএম বুথ এর মধ্যে প্রবেশ করাতে হবে।
- এটিএম কার্ড ভিতরে প্রবেশ করানোর কিছু সময়ের পর এটিএম কার্ড এর পিন নম্বর দিতে হবে।
- আপনি যে পরিমাণ টাকা তোলতে চান এই পরিমাণ টাকা সিলেক্ট করুন।
- সিলেক্ট করা টাকা কনফার্ম করুন।
- টাকা তোলার পর রিসিট চাইলে হ্যাঁ এবং না চাইলে না অপশনে ক্লিক করে এটিএম বুথ থেকে টাকা তোলে হবে।
- পূণরায় টাকা লেনদেন করতে না চাইলে না অপশনে ক্লিক করতে হবে।
উপরোক্ত নিয়ম সঠিকভাবে ফলো করে আপনি খুব সহজেই এটিএম বুথ থেকে টাকা তোলতে পারবেন।
অনেক সময় এটিএম বুথ থেকে টাকা তোলার সময় অনেকেই ভুল করে বা না জেনে এটিএম কার্ড উল্টো ভাবে এটিএম বুথ এর মধ্যে প্রবেশ করে দেয় ফলে টাকা তোলা সম্ভব নয় না ।
তাই এটি কার্ড সঠিকভাবে এটিএম বুথ এর মধ্যে প্রবেশ করতে হবে।
তাহলে কীভাবে সঠিক ভাবে এটিএম কার্ড এটিএম বুথ এর মধ্যে প্রবেশ করাবেন?
- এটিএম কার্ড দেখতে আয়তকার বক্স এর মতো। কার্ড এর এক দিকে সিম কার্ড এর মতো স্লট এবং অপর দিকে ব্যাংক একাউন্ট এর তথ্য দেওয়া থাকবে।
- কার্ড এর যে দিকে সিম কার্ড এর মতো স্লট এর উপরের দিকটি এটিএম বুথ এ প্রবেশ করাতে হবে।
নতুন এটিএম কার্ড কিভাবে চালু করবো
নতুন এটিএম কার্ড প্রথমে ব্যাংক থেকে কালেক্ট করতে হবে। এরপর নতুন এটিএম কার্ড চালু করতে ।
কিভাবে নতুন এটিএম কার্ড চালু করবেন তা নিচে দেওয়া হলো:
- নতুন এটিএম কার্ড পাওয়ার পর ব্যাংক থেকে আপনাকে একটি পিন নম্বর দিবে। অনেক ক্ষেত্রে মোবাইল নাম্বার এর মধ্যে পিন নম্বর পাঠানো হয়।
- নতুন এটিএম কার্ড এর পিন নম্বর আপনাকে পরিবর্তন করতে হবে। এটিএম বুথ এর কাছে গিয়ে কার্ড টি প্রবেশ করিয়ে পিন নম্বর পরিবর্তন করতে পারবেন।
- কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এটিএম কার্ড এর পিন পরিবর্তন এর সাথে সক্রিয় করে ফেলে। আবার কিছু কিছু ব্যাংকে নতুন এটিএম কার্ড সক্রিয় করার জন্য ব্যাংক কাস্টমার কেয়ার নম্বরে কল বা মেসেজ করতে হয়।
- আপনি ব্যাংক একাউন্ট খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছেন এই নম্বর দিয়ে কল বা মেসেজ করতে হবে। কারন এটিএম কার্ড সক্রিয় করার জন্য ব্যাংক থেকে একটি OTP মেসেজ এর মাধ্যমে পাঠানো হবে।
- উপরোক্ত নিয়ম সঠিকভাবে ফলো করে আপনি খুব সহজেই নতুন এটিএম কার্ড চালু করতে পারবেন। এবং নতুন এটিএম কার্ড ব্যবহার শুরু করতে পারবেন।
এটিএম কার্ড দিয়ে সর্বোচ্চ কত টাকা তোলা যায়
এটিএম কার্ড দিয়ে সবোর্চ্চ কত টাকা তোলা যায় বা যাবে তা সম্পূর্ণ নির্ভর করবে ব্যাংক এবং ব্যাংক এর একাউন্ট ধরন এর উপর। ব্যাংক এবং ব্যাংক একাউন্ট ধরনের উপর এই নিয়ম পরিবর্তন হতে পারে।
অনেক ব্যাংক এর ক্ষেত্রে এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সবোর্চ্চ ২০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা তোলা যায়। ডাচ বাংলা ব্যাংক সহ আর কিছু ব্যাংকের থেকে ৫০ হাজার এর বেশি টাকা তোলা যায় না।
এটিএম কার্ডের পিন নাম্বার কোথায় থাকে
এটিএম কার্ড এর পিন নম্বর এটিএম কার্ড এর উপর থাকে না। এটিএম কার্ড এর পিন নম্বর হচ্ছে একটি নিরাপদ পিন নম্বর। এই পিন নম্বর গোপন ভাবে রাখতে হয়।
ব্যাংক থেকে নতুন এটিএম কার্ড পাওয়ার পর ব্যাংক থেকে মেসেজ বা চিঠির মাধ্যমে পিন নম্বর দিয়ে থাকে।
আবার অনেক ধরনের এটিএম বুথ এর মধ্যেও এটিএম কার্ড এর পিন নম্বর পরিবর্তন করা যায়।
এটিএম কার্ডের পিন ভুলে গেলে
অনেক সময় এটিএম কার্ড এর পিন নম্বর ভুলে যাই আমরা অনেকেই। সে ক্ষেত্রে আমাদের উচিত এটিএম কার্ড পাওয়ার পর ব্যাংক এর দেওয়া মেসেজ বা চিঠি চেক করা ।
যদি ভুলক্রমে কোনটি না থাকে, তাহলে তাহলে পুনরায় এটিএম কার্ড এর পিন পরিবর্তন করতে হবে।
চলুন জেনে নিই কিভাবে আপনি এটিএম কার্ড এর নতুন পিন নম্বর পরিবর্তন করবেন:
আপনি সরাসরি ব্যাংকে এর শাখায় যান । এরপর নতুন পিন নম্বর পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে। এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি খুব সহজেই এটিএম কার্ড এর পিন নম্বর পরিবর্তন করতে পারবেন।
আপনি এটিএম বুথ এর মাধ্যমে পিন পরিবর্তন করতে পারবেন। কিছু কিছু ব্যাংকের এটিএম বুথ এ পিন পরিবর্তন করা যায় । এর জন্য অবশ্যই আপনার মোবাইল প্রয়োজন কেননা এটিএম কার্ড এর পিন পরিবর্তন করার জন্য আপনার মোবাইল OTP পাঠানো হবে।
আপনার এটিএম কার্ড এর নিরাপত্তার জন্য পিন ভুলে গেলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব পিন রিসেট করতে হবে। তা না হলে একাউন্ট এর বিপদ হতে পারে।
FAQ’S
প্রশ্নঃ ইসলামী ব্যাংক এটিএম কার্ড চার্জ কত ?
উঃ ইসলামী ব্যাংক এর এটিএম কার্ড চার্জ নির্ভর করে কার্ড এর ধরন এ উপর । যেমন: খিদমাহ কার্ডে জন্য বছর ফি সিলভার কার্ডের ক্ষেত্রে ১,০০০ টাকা, গোল্ড কার্ডের জন্য ১,৫০০ টাকা, এবং প্লাটিনাম কার্ডের জন্য ৩,০০০ টাকা।
প্রশ্নঃ এটিএম কার্ড দিয়ে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?
উঃ এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সবোর্চ্চ ১,০০,০০০ তোলা যায়। তবে ব্যাংক এর ধরন অনুযায়ী পরিবর্তন হতে পারে।
প্রশ্নঃ অগ্রণী ব্যাংক এটিএম কার্ড হেল্পলাইন নম্বর?
উঃ অগ্রণী ব্যাংক এটিএম কার্ড হেল্পলাইন নম্বর হলো:
13624(বাংলাদেশ)
প্রশ্নঃ এটিএম কার্ড করতে কি কি লাগে?
উঃ এটিএম কার্ড করতে যা যা লাগে:
• জাতীয় পরিচয়পত্র
• পাসপোর্ট বা ডাইভিং লাইসেন্স
• ছবি
• অবশ্যই ব্যাংক একাউন্ট থাকা প্রয়োজন।
শেষ কথা
আশা করি উপরোক্ত আর্টিকেল পড়ে আপনি খুব সহজেই এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এটিএম কার্ড সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবেন।
এই আর্টিকেল পড়ে আপনি ভুলে যাওয়া এটিএম কার্ড এর পিন নম্বর পরিবর্তন করতে পারবেন বা রিসেট করতে পারবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।