এফিলিয়েট মার্কেটিং কি ? এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
বর্তমান সময়ে এফিলিয়েট মার্কেটিং হচ্ছে অনলাইন ইনকামের জনপ্রিয় একটি মাধ্যম। ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ হচ্ছে এফিলিয়েট মার্কেটিং।
আপনার যদি নিজস্ব একটি ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এফিলিয়েট মার্কেটিং করতে আপনার বেশি সুবিধা হবে। স্মার্ট ক্যারিয়ার করার জন্য এফিলিয়েট মার্কেটিং এর বিকল্প অপরিসীম।
এই আর্টিকেল আমরা জানবো, এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং কত প্রকার? এফিলিয়েট মার্কেটিং কেন করবেন? এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম, এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা। ইত্যাদি
Table of Contents
এফিলিয়েট মার্কেটিং কি?
এফিলিয়েট মার্কেটিং হলো একটি বিক্রয় বা মার্কেটিং পদ্ধতি। যেখানে একজন ব্যবসায়ী বা কোম্পানি একজন এফিলিয়েটর কে তাদের পন্য বা সার্ভিস প্রচার বা বিক্রয় করা জন্য নির্দিষ্ট পরিমান কমিশন দিয়ে থাকে।
এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে একজন এফিলিয়েটর ( যে এফিলিয়েট মার্কেটিং করে তাকে এফিলিয়েটর বলে) কে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানি গুলো একটি কোড, নম্বর বা কোপন দেয়।
যে পরিমাণ কাস্টমার এই কোপন দিয়ে প্রোডাক্ট বা সার্ভিস কিনবে। এফিলিয়েটর সেই পরিমাণ বিক্রয় এর উপর কমিশন পাবে। যত গুলো সেল আসবে, প্রতি তা সেলেই কমিশন পাবে। এইটা এফিলিয়েট মার্কেটিং এর বেসিক নিয়ম, তবে কোনও কোনও কোম্পনিতে ভিন্ন নিয়ম ও থাকতে পারে।
এফিলিয়েট মার্কেটিং কত প্রকার ও কি কি?
এফিলিয়েট মার্কেটিং কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন:
১) কনটেন্ট এফিলিয়েট মার্কেটিং
- ব্লগ এফিলিয়েট মার্কেটিং
- ভিডিও এফিলিয়েট মার্কেটিং
- ইমেজ এফিলিয়েট মার্কেটিং
- পডকাস্টিং এফিলিয়েট মার্কেটিং
২) কোড এফিলিয়েট মার্কেটিং
- ডিসকাউন্ট কোড মার্কেটিং
- অফার কোড মার্কেটিং
৩) ইমেইল এফিলিয়েট মার্কেটিং
- অটোমেটিক ইমেইল
- ইমেইল নিউজ
৪) সোশ্যাল মিডিয়া এফিলিয়েট মার্কেটিং
- ফেসবুক
- ইউটিউব
- ইনস্টাগ্রাম
- টিকটিক
৫) ইনফ্লুয়েন্সার এফিলিয়েট মার্কেটিং
- ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার
- ইউটিউব ইনফ্লুয়েন্সার
- ফেসবুক ইনফ্লুয়েন্সার
- LinkedIn ইনফ্লুয়েন্সার
৬) পেইড এফিলিয়েট মার্কেটিং
- পে-পার-ক্লিক
- সোশ্যাল মিডিয়া এডস
- ওয়েব পেইজ এডস
এফিলিয়েট মার্কেটিং বিভিন্ন প্রকারভেদ এর মাধ্যমে করা হয়। প্রত্যেক প্রকার এফিলিয়েট মার্কেটিং নির্দিষ্ট প্রচার হিসেবে ভিন্ন হয়।
এফিলিয়েট মার্কেটিং কেন করবেন?
অনলাইন ইনকামের খুবই সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং। তাছাড়াও অনলাইন থেকে প্যাসিভ ইনকাম এর সফল একটি মাধ্যম এফিলিয়েট মার্কেটিং।
বিশেষ করে নতুন উদ্যোক্তার জন্য এফিলিয়েট মার্কেটিং একটি ভালো উপায়। এফিলিয়েট মার্কেটিং করতে অনেক টাকার দরকের হয় না, খুব যে অল্প টাকায় আপনি এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং করতে উদ্যোক্তার নিজের একটি ব্লগ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া একাউন্ট ইত্যাদি প্রয়োজন হয়।
এফিলিয়েট মার্কেটিং সঠিক ও ভালোভাবে করতে পারলে এটি একটি প্যাসিভ ইনকাম এর পথ হবে। একটা সময় হবে, তখন আপনি কাজ না করেই এর থেকে টাকা ইনকাম করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং করার অনেক কারণ রয়েছে। অত্যাধিক সুবিধার ফলে অনেক মানুষ, মার্কেটার এফিলিয়েট মার্কেটিং কে প্রফেশনাল কাজ হিসেবে বেছে নিয়েছে । এফিলিয়েট মার্কেটিং সুবিধা গুলো হলো:
- প্যাসিভ ইনকাম
- অল্প বাজেট
- অধিক আয়
- ঝুকি কম
- অনলাইন ব্যবসায়িক সম্পর্ক
- স্বাধীনতা
আরো পড়ুন : ডিজিটাল মার্কেটিং কী? ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ
এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম ভালো একটি উপায়। সঠিক ভাবে এফিলিয়েট মার্কেটিং মার্কেটিং করলে একটা সময়, এটি আপনার প্যাসিভ ইনকামের এর ভালো একটি পথ হবে।
একটা সময় আপনি কাজ না করে, পড়ুন কনটেন্ট থেকেই ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এ কারণে এফিলিয়েট মার্কেটিং অনেক বেশি জনপ্রিয়, একবার কাজ করে লাইফটাইম ইনকাম।
আপনাকে একটি নির্দিষ্ট নিস বেছে নিতে হবে। তারপর এই নিশের উপর আপনাকে আপনার ওয়েবসাইটে বিভিন্ন কনটেন্ট লিখতে হবে। যেমন ধরুন: কেন এই প্রোডাক্ট বা সার্ভিসটি কিনবে, কিনলে কি লাভ, প্রোডাক্টটার কি কি সুবিধা আছে, কতদিন ব্যবহার করা যাবে ইত্যাদি বিষয় আপনি সুন্দর করে লিখবেন। যেন মানুষ আগ্রহী হয়ে প্রোডাক্ট বা সার্ভিসটি আপনার এফিলিয়েট লিংকে গিয়ে কিনে ফেলে।
এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে ছবি, লিংক, ভিডিও ইত্যাদি পোস্ট করে মানুষ কে এই প্রোডাক্ট বা সার্ভিসটি কিনার কথা বলতে পারেন। এমন ভাবে পোস্ট করবেন, যেন মানুষ এই প্রোডাক্টটার কিনার জন্য আগ্রহী হয়। যেন মানুষ বুঝতে পারে এই প্রোডাক্ট বা সার্ভিসটি কিনলে সে আসলেই অনেক উপকৃত হবে।
মানুষের কাছে প্রোডাক্টটি নিয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারলে, অবশ্যই তারা আপনার এফিলিয়েট লিংক থেকে প্রোডাক্টটি কিনবেই। মোট কথা হলো আপনি প্রোডাক্ট বা সার্ভিসটি কেমন করে মানুষ এর কাছে তুলে ধরছেন।
সফল মার্কেটার হতে আপনাকে অনেক সময় নিয়ে কাজ করতে হবে। ভালো ভাবে আপনার কন্টেন্ট বা ওয়েবসাইট অপটিমাইজ করতে হবে।
এফিলিয়েট মার্কেটিং করে আপনার ইনকাম কিভাবে হবে? কোনো ব্যবসায়ী আপনাকে পন্য বা পরিষেবার একটি লিংক এবং কোপন দিবে?
যখন কেউ আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াই শেয়ার করা লিংক থেকে কোপন দিয়ে প্রোডাক্ট বা সার্ভিসটি কিনবে, তখন প্রতিটা বিক্রয়ে ৫% বা ২০% পর্যন্ত কমিশন আপনি পেতে পারেন। অনেক কোম্পানি আবার বেশি কমিশন ও আপনাকে দিতে পারে, এটা ডিপেন্ড করে এই প্রোডাক্ট বা সার্ভিসটি সেল করে দেয়ার কারণে তাদের কত টাকা প্রফিট হলো।
তাদের প্রফিট বেশি হলে, আপনাকে বেশি কমিশন দিবে। আপনার শেয়ার করা লিংক থেকে যত বেশি প্রোডাক্ট বিক্রি হবে ততই আপনি ভালো ইনকাম করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন
এফিলিয়েট মার্কেটিং শুরু করতে প্রথমে আপনার পছন্দ মতো নিস বেছে নিতে হবে। তারপর নিস নিয়ে ব্লগ ওয়েবসাইটে লেখা লিখি করতে হবে।
বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো যেমন: Facebook, YouTube, LinkedIn, Twitter, TikTok, Instagram একটি প্রফেশনাল একাউন্ট থাকতে হবে।
এরপর বিভিন্ন এফিলিয়েট মার্কেটিং সাইটে জয়েন হবেন। এফিলিয়েট সাইট গুলো থেকে পন্য বা সার্ভিসের লিংক কালেক্ট করে আপনার ব্লগ ওয়েবসাইটে ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করবেন। যখন কেউ ওই লিংক থেকে গিয়ে কিছু কিনবে, আপনি একটা কমিশন পাবেন।
প্রত্যেক পন্য বা সার্ভিস বিক্রির জন্য আপনি নির্দিষ্ট পরিমান এর কমিশন দেওয়া হবে।
এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা
এফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে এর সুবিধা গুলো আপনার জানা উচিৎ। এফিলিয়েট মার্কেটিং এর সুবিধার মধ্যে অন্যতম হল প্যাসিভ ইনকাম।
আপনি একবার ব্লগ ওয়েবসাইটে একবার কনটেন্ট লিখলেন বা সোশ্যাল মিডিয়াই ছবি, ভিডিও এবং লিংক শেয়ার করলেন এর থেকে ভবিষ্যৎও ইনকাম হতে থাকবে। অর্থাৎ আপনি সময় নিয়ে ভালো মানের কনটেন্ট, ভিডিও, ছবি তৈরী করলেন, পরবর্তীতে মানুষ যখন মানুষ এসে দেখবে আর ভালো লাগলে কিনবে। আপনার আর কোনো কাজ নেই।
এছাড়াও নতুন ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং এফিলিয়েট এর জন্য এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা অনেক। এফিলিয়েট মার্কেটিং করে বেশি বিনিয়োগ এ প্রয়োজন হয় না।
এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে দ্রুত পন্য বা সার্ভিস প্রচার করা যায়, এতে করে একটি কোম্পানি প্রোডাক্ট বা সার্ভিস এর অনেক সেল হয়। এবং এর থেকে একজন এফিলিয়েটর হিসেবে আয়ের সম্ভাবনা অনেক।
- প্যাসিভ ইনকাম
- অল্প বাজেট
- স্মার্ট মার্কেটিং স্কিল
- অধিক আয়
- ঝুকি কম
- অধিক লাভজনক
- দ্রুত প্রচার
- অনলাইন ব্যবসায়িক সম্পর্ক
- স্বাধীনতা
- কমিশন ভিওিক ইনকাম
ওয়েবসাইট থেকে এফিলিয়েট মার্কেটিং করার সুবিধা
আপনি যদি আমার থেকে জানতে চান সোশ্যাল মিডিয়া নাকি ওয়েবসাইট কোথায় এফিলিয়্যাট মার্কেটিং করা বেশি লাভজনক। আমি বলব ওয়েবসাইট বা ব্লগে এফিলিয়েট মার্কেটিং করা বেশি লাভজনক।
যদিও স্যোশাল মিডিয়াতে অনেক মানুষ থাকে, সেখান থেকে সেখান থেকে সেল বেশি হবে এটা একটা নরমাল বিষয়। তবুও কেন আমি ওয়েবসাইটে এফিলিয়েট মার্কেটিং করা বেশি লাভজনক বললাম চলুন একটু বিস্তারিত জানি।
ওয়েবসাইটে ইনকাম করার একটি বড় উপায় হলো এডস। এডস থেকে ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় হলো গুগল এডসেন্স। গুগল এডসেন্স আপনার ওয়েবসাইটে এডস দেখাবে এর বিনিময়ে আপনাকে টাকা দিবে। এডস থেকে ইনকামের বড় সুবিধা হলো, ভিজিটর এডস দেখলেই আপনার ইনকাম হবে।
এখন ধরুন আপনার ব্লগ ওয়েবসাইটে এডস আছে, সেখানে আপনি এফিলিয়েট মার্কেটিং করলেন। কেউ এসে প্রোডাক্ট বা সার্ভিসটি সম্পর্কে আপনার ওয়েবসাইট থেকে তথ্য জেনে নিলো। তবে প্রোডাক্ট বা সার্ভিসটি কিনলো না, কিন্তু তার সামনে এডস ডিসপ্লে হলো। এই এডস ডিসপ্লে বা শো হওয়ার কারণে আপনার ইনকাম হয়ে যাবে।
বিষয়টি মজার না? তারা আপনার এফিলিয়েট লিংক থেকে প্রোডাক্ট বা সার্ভিসটি কিনেই নাই। অথচ আপনার ইনকাম হয়ে গেলো। তাছাড়া সে যদি আপনার লিংক থেকে প্রোডাক্ট বা সার্ভিসটি কিনে এবং এডস ও তার সামনে শো হলো। এর কারণে দুই দিক থেকেই আপনার ইনকাম হয়ে গেলো।
তাছাড়া আবার আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্টে আপনার ওয়েবসাইট লিংক দিয়ে দিলেন, সেখানে মানুষ গিয়ে কন্টেন্ট পড়লে এডস থেকে ত ইনকাম হবেই, প্রোডাক্ট কিনলে সেখান থেকেও ইনকাম হবে।
এবার ভেবে দেখুন এফিলিয়েট মার্কেটিং থেকে কতভাবে ইনকাম হয়ে যায়। এ কারণেই এফিলিয়েট মার্কেটিং বেশি জনপ্রিয়।
আরো পড়ুন : ব্লগিং কি ? ব্লগিং কিভাবে শুরু করবো
টপ এফিলিয়েট মার্কেটিং সাইট
এফিলিয়েট মার্কেটিং করতে আপনাকে এফিলিয়েট সাইট এর প্রয়োজন। যেখান থেকে লিংক নিয়ে একজন এফিলিয়েটর হিসেবে আপনি কাজ করতে পারবেন, এবং তারা আপনাকে কমিশন দিবে। নিচে কিছু টপ এফিলিয়েট মার্কেটিং সাইট দেওয়া হলো। যেখানে পন্য বা সার্ভিস প্রচার করার সুযোগ রয়েছে :
- Fiverr Affiliates
- Amazon Associates
- ClickBank
- CJ Affiliate (Commission Junction)
- ShareASale
- Rakuten Advertising
- eBay Partner Network
- OfferGate
- My Lead
- Og Ads
- Awin
এফিলিয়েট মার্কেটিং এর ভবিষ্যৎ
এফিলিয়েট মার্কেটিং এর ভবিষ্যৎ উজ্জ্বল ও সম্ভাবনাময়। সময়ের সাথে দ্রুত ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার বাড়ছে। নতুন নতুন ব্যবসায়ি বা কোম্পানি তাদের পন্য পন্য বা সার্ভিস অনলাইনে প্রচার করছে।
সময়ের সাথে সবকিছু ডিজিটাল হচ্ছে এবং মানুষ ডিজিটাল সাইট এর ব্যবহার বেশি করছে। এখন অনলাইন শপিং, ই-কমার্স এর ব্যবহার ও জনপ্রিয় দিনে দিনে বাড়ছে। এই সব বিষয়ে ডিজিটাল মার্কেটিং তথা এফিলিয়েট মার্কেটিং এর ভবিষ্যৎ উজ্জ্বল এ প্রচুর পরিমাণ ভূমিকা রাখে।
এছাড়াও সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো ব্যবহার অনেক বাড়ছে। ফলে অনলাইন ইনকাম ও কিনা-কাটা এর গুরুত্ব বেড়েছে। এত এফিলিয়েট মার্কেটিং এর চাহিদা বেড়েই চলেছে, এবং এফিলিয়েট মার্কেটিং সহজ হয়ে উঠেছে । এফিলিয়েট মার্কেটিং এর দিক বিবেচনা করে দেখা যায় এফিলিয়েট মার্কেটিং এর ভবিষ্যৎ উজ্জ্বল ও সম্ভাবনাময়।
FAQ’S
প্রশ্নঃ এফিলিয়েট মার্কেটিং কি ?
উঃ এফিলিয়েট মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পন্য বিক্রি করা হয় এবং এর জন্য কমিশন দেওয়া হয়।
প্রশ্নঃ এফিলিয়েট মার্কেটিং এ কত পারসেন্ট কমিশন দেওয়া হয় ?
উঃ এফিলিয়েট মার্কেটিং এর কমিশন প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। সাধারণত ৫-৫০ পার্সেন্ট এর মধ্যে কমিশন দেওয়া হয়। এফিলিয়েট মার্কেটিং এর কমিশন হার পন্য প্রকার ও দাম অনুযায়ী ভিন্ন হতে পারে।
প্রশ্নঃ এফিলিয়েট মার্কেটিং এ যারা অনলাইনে মার্কেটিং করে থাকেন তাদের কী বলা হয়?
উঃ যারা অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করে তাদের ডিজিটাল মার্কেটার বা এফিলিয়েট মার্কেটার বা অনলাইন মার্কেটার বলা হয়।
প্রশ্নঃ এফিলিয়েট মার্কেটিং সাইট
উঃ এফিলিয়েট মার্কেটিং এর জনপ্রিয় সাইট গুলো হলো:
1. Amazon Associates
2. ShareASale
3. CJ Affiliate
4. Rakuten Marketing
5. ClickBank
6. Impact
7. Awin
8. FlexOffers
9. Pepperja
10. AdThrive
প্রশ্নঃ এফিলিয়েট মার্কেটিং যারা করে তাদের কি বলা হয়?
উঃ এফিলিয়েট মার্কেটিং যারা করে তাদের এফিলিয়েটর বা এফিলিয়েট মার্কেটার বলা হয়। এফিলিয়েটররা অনলাইন প্ল্যাটফর্মে (যেমন ব্লগ, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট) পণ্য বা সার্ভিস লিঙ্ক শেয়ার করে এবং বিক্রির উপর কমিশন লাভ করে।
শেষ কথা
আশাকরি এফিলিয়েট মার্কেটিং কি, কেন করবেন বুঝতে পেরেছেন। এফিলিয়েট মার্কেটিং এর শুরুতে হয়তো সফলতা পাবেন না। তবে ধীরে ধীরে আপনার পন্য বা সার্ভিস বিক্রি হবে এবং আপনি সফলতা পাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।