জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়

জিমেইল হলো গুগল এর একটি ফ্রি জিমেইল একাউন্ট অ্যাপ বা ওয়েবসাইট। বিভিন্ন প্রয়োজনে জিমেইল একাউন্ট ব্যবহার করা হয়।‌ বিশ্বব্যাপী জিমেইল একাউন্ট এর ব্যবহার অধিক জনপ্রিয়।

২০০৪ সালে ১ এপ্রিল প্রথম জিমেইল প্রচার করা হয়। এরপর থেকে জিমেইল ব্যবহার হচ্ছে।

আমরা ব্যক্তিগত জীবনে বা বিভিন্ন কাজে জিমেইল একাউন্ট ব্যবহার করে থাকি। জিমেইল একাউন্ট এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিমেইল পাসওয়ার্ড।

আমরা অনেকেই আছি যারা জিমেইল পাসওয়ার্ড ভুলে যায় বা মনে থাকেনা। জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইল একাউন্ট লগইন করা যায় না। ফলে জিমেইল একাউন্ট ব্যবহার করা যায় না।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে চিন্তার কোন কারন নেই। আপনি খুব সহজেই জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। জিমেইল পাসওয়ার্ড রিকভার করার জন্য ভুলে যাওয়া পুরনো জিমেইল পাসওয়ার্ড এর প্রয়োজন হয় না।

ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড রিকভার করার জন্য গুগল অনেক ধরনের অপশন দিয়েছে। যেগুলো দিয়ে আপনি খুব সহজেই জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।

তবে, জিমেইল পাসওয়ার্ড রিকভার করার পর আপনাকে একটি Strong password  দিতে হবে।

আজকে এই আর্টিকেল আমরা জানবো, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করণীয়? কীভাবে জিমেইল পাসওয়ার্ড রিকভার করবো ?

Table of Contents

জিমেইল পাসওয়ার্ড কি ?

জিমেইল পাসওয়ার্ড হলো গুগল জিমেইল একাউন্ট এর নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যর গোপনীয়তা রক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

জিমেইল পাসওয়ার্ড এর কারনে আপনার ইমেইল, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ফটো, এবং আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে।

জিমেইল একাউন্ট নিরাপত্তার জন্য আপনাকে অবশ্যই একটি  Strong password  দিতে হবে।  বড় ও ছোট হাতের অক্ষর এবং বিভিন্ন চিহ্ন দিয়ে  আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন।

জিমেইল পাসওয়ার্ড কয়টি উপায়ে রিকভার করা যায়

জিমেইল পাসওয়ার্ড রিকভার করার জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে। যেমন :

  • পুরোনো জিমেইল পাসওয়ার্ড ব্যবহার করে
  • রিকভারি ইমেইল একাউন্ট দিয়ে
  • রিকভারি মোবাইল নাম্বার দিয়ে
  • বিভিন্ন ডিভাইসে লগইন এর চেষ্টা করে
  • মোবাইল নম্বর দিয়ে জিমেইল রিসেট করে

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করণীয়

জিমেইল একাউন্ট তৈরি করতে আমরা মোবাইল নাম্বার দিয়ে থাকি , এই মোবাইল নাম্বার এর সাহায্যে আমরা খুব সহজেই জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারবো।

জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে একটি রিকভার মোবাইল নাম্বার ও রিকভার জিমেইল অ্যাকাউন্ট থাকলে। জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজেই জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারবো।

চলুন জেনে নিই, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে, কীভাবে জিমেইল পাসওয়ার্ড রিকভার করবো?

STEP -01

আপনি মোবাইল , কম্পিউটার বা যেকোনো স্ক্রিনের যেকোনো ব্রাউজার ওপেন করে, gamil.com লিংকে ক্লিক করতে হবে।

এরপর আপনার সামনে একটি পেইজ শো করবে যেখানে ইমেইল একাউন্ট বা মোবাইল নাম্বার দিতে হবে।

আপনি যে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেছেন, এই জিমেইল একাউন্টটি খালি বক্সে লিখবেন।

po******@gamil.com

জিমেইল একাউন্ট দেওয়ার পর Next বাটনে ক্লিক করবেন।

STEP -02

Next  বাটনে ক্লিক করার পর অন্য একটি পেইজ শো করবে। যেখানে পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাই আপনি নিচে Forget Password অপশনে ক্লিক করবেন।

STEP -03

ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক  করার পর একটি নতুন পেজ শো করবে । যেখানে আপনাকে কিছু ভেরিফিকেশন করতে হবে ।

গুগল আপনার মোবাইল ফোনে একটি মেসেজ দিবে,  এটা চেক করার জন্য যে আপনি নিজে নিজের জিমেইল পাসওয়ার্ড রিকভার করছেন কিনা।

মেসেজ এ মোবাইল এর নাম থাকবে, আপনাকে Yes I’m in অপশনে ক্লিক করতে হবে।

এরপর Get verification একটি পেইজ শো করবে।

An email with a verification code was just sent to *****@gmail.co লেখা দেখা যাবে।

তাহলে বুঝতে হবে আপনার রিকভার ইমেইল একাউন্ট এ 6 digit এর ভেরিফিকেশন কোড পাঠিয়েছে।

ভেরিফিকেশন কোডটি Enter Code বক্সে লিখুন । এরপর Next বাটনে ক্লিক করুন।

STEP -04

সঠিকভাবে ভেরিফিকেশন কোড দেওয়ার পর নতুন একটি Update Password পেইজ শো করবে। যেখানে পাসওয়ার্ড রিকভার করার জন্য নতুন পাসওয়ার্ড দিতে হবে।

Update Password  অপশনে ক্লিক করতে হবে । এরপর new Password পেইজ শো করবে।

প্রথম Create A New Password অপশনে ক্লিক করতে হবে । এরপর Password Conform করতে হবে। পাসওয়ার্ড কনফার্ম করার পর সেভ পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে।

উপরোক্ত STEPS গুলো সঠিকভাবে ফলো করলে আপনি খুব সহজে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন শুধুমাত্র ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে।

জীমেল পাসওয়ার্ড রিকভার করার অন্যতম উপায় হচ্ছে উপরোক্ত STEPS  গুলো।

ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার কিভাবে করবেন ?

ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার করার কিছু ধাপ রয়েছে। ধাপ গুলো সঠিক নিয়মে ফলো করলে আপনি খুব সহজেই ফোন নম্বর এবং পুনরূদ্ধার ইমেইল ছাযড়া জিমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন।

ধাপ -০১

আপনি যেকোন স্ক্রিনে যেকোনো ব্রাউজার ওপেন করে Google Account Recovery ওয়েবসাইটে ভিজিট করুন।

অবশ্যই আপনার জিমেইল একাউন্ট টি Google লগইন করা থাকতে হবে।

Google Account Recovery ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার সামনে একটি পেইজ শো করবে।  পেইজ Get Sign – in help বাটনে ক্লিক করতে হবে।

ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার

ধাপ -০২

Get Sign – in help বাটনে ক্লিক করার পর আপনার সামনে অন্য একটি পেইজ শো করবে। যেখানে আপনাকে বলতে হবে আপনি আপনার জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড রিকভার করতে চান।

নিম্নে দেখানো ছবির নিয়ম ফলো করতে হবে ।

ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল

এরপর My Google Account বাটনে ক্লিক করুন হবে।

ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার

ধাপ – ০৩

My Google Account অপশনে ক্লিক করতে হবে। এরপর Personal Info ক্লিক করতে হবে। একটু স্ক্রল করলে নিচের দিকে Password অপশন থাকবে। এই অপশনে ক্লিক করতে হবে।

ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার

ধাপ -০৪

Password অপশনে ক্লিক করার পর আপনার কাছে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড চাইবে।

আপনি Forget Password অপশনে ক্লিক করবেন।

ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার

Forget Password অপশনে ক্লিক করলে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে জিমেইল একাউন্ট রিকভার করার জন্য।

New Password  বক্সে নতুন পাসওয়ার্ড দিতে হবে। এরপর Conform New Password বক্সে পাসওয়ার্ড কনফার্ম করার জন্য পুনরায় পাসওয়ার্ড দিতে হবে।

ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার

পাসওয়ার্ড রিকভার করার পর আপনার জিমেইল একাউন্ট এ জিমেইল আসবে। Your password recovery.

উপরোক্ত ধাপ গুলো ফলো করে আপনি খুব সহজেই ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন।

নিজের জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবেন ?

নিজের জিমেইল পাসওয়ার্ড দেখার জন্য  কিছু ধাপ রয়েছে। ধাপ গুলো অনুসরণ করে আপনি খুব সহজেই জিমেইল পাসওয়ার্ড দেখতে পারবেন।

ধাপ -০১

নিজের জিমেইল পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনাকে জিমেইল অ্যাপ ভিজিট করতে হবে।

ভিজিট করার পর আপনি যে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড দেখতে চান । ওই জিমেইল একাউন্ট টি লগইন করুন।

এরপর , আপনার জিমেইল একাউন্ট এর আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর Google Account  অপশনে ক্লিক করুন।

ধাপ -০২

ক্লিক করার পর আপনার সামনে একটি পেইজ শো করবে। এরপর Personal Info অপশনে ক্লিক করতে হবে। Personal Info  ক্লিক করার পর Password  বাটনে ক্লিক করতে হবে।

ধাপ – ০৩

Password বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ শো করবে। আপনি Show  Password অপশনে ক্লিক করলে আপনি আপনার জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড দেখতে পারবেন।

জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ

জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে জিমেইল ওয়েবসাইট ডবা জিমেইল অ্যাপস ভিজিট করতে হবে।

ভিজিট করার পর Google Account  বাটনে ক্লিক করতে হবে। এরপর Personal Info ক্লিক করার পর password  বাটনে ক্লিক করতে হবে।

Enter your Password  বক্সে আপনার জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে Next  বাটনে ক্লিক করতে হবে ।

এরপর আপনার সামনে একটি নতুন পেইজ শো করবে যেখানে আপনাকে জিমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নতুন পাসওয়ার্ড দিতে হবে।

নতুন পাসওয়ার্ড দেওয়ার পর Change password  বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।

FAQ’S

জিমেইল পাসওয়ার্ড ও একাউন্ট রিলেটিভ কিছু সাধারণ প্রশ্নের উত্তর।

প্রশ্নঃ আমার জিমেইল পাসওয়ার্ড কি?

উঃ জিমেইল পাসওয়ার্ড হচ্ছে জিমেইল একাউন্ট নিরাপত্তার ও গোপনীয়তা রক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার জিমেইল পাসওয়ার্ড হচ্ছে আমার জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড।

প্রশ্নঃ জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করব ?

উঃ জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে হবে। আপনি অনেক উপায়ে জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। যেমন:

১) মোবাইল নম্বর দিয়ে জিমেইল রিসেট করে
২) পুরোনো জিমেইল পাসওয়ার্ড ব্যবহার করে
৩) Google Account Recovery থেকে
৪) বিভিন্ন ডিভাইসে লগইন এর চেষ্টা করে
৫) রিকভারি ইমেইল একাউন্ট দিয়ে
৬) রিকভারি মোবাইল নাম্বার দিয়ে

প্রশ্নঃ নিজের জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো ?

উঃ নিজের জিমেইল পাসওয়ার্ড দেখার জন্য পাসওয়ার্ড এর অপশনে  গিয়ে Show Password অপশনে ক্লিক করতে হবে।

প্রশ্নঃ কিভাবে জিমেইল আইডি পাসওয়ার্ড বের করবো?

উঃ জিমেইল আইডি পাসওয়ার্ড ভুলে গেলে, জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে হবে।

জিমেইল একাউন্ট লগইন করে Forget Password অপশনে ক্লিক করতে হবে । ক্লিক করার পর আপনার ইমেইল বা মোবাইল নাম্বার কোড পাঠানো হবে। কোডটি জিমেইল পাসওয়ার্ড বসিয়ে নতুন পাসওয়ার্ড দিতে হবে।

প্রশ্নঃ ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার কিভাবে?

উঃ ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য Google Account Recovery ওয়েবসাইটে জিমেইল অ্যাকাউন্ট লগইন করে ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন।

প্রশ্নঃ জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করব?

উঃ জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে হবে। জিমেইল একাউন্ট লগইন করে forget password ক্লিক করলে খুব সহজেই জিমেইল পাসওয়ার্ড রিকভার হয়ে যাবে।

শেষ কথা

আশাকরি উপরোক্ত আর্টিকেল পড়ে আপনি খুব সহজেই জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন এবং ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *