ফ্রিল্যান্সিং কি? কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হবেন

ফ্রিল্যান্সিং কি কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হবেন

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং শব্দের সাথে সবাই পরিচিত। অনলাইন থেকে ইনকাম করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং।

ছোট থেকে বড় সবাই ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হচ্ছে। বিশেষ করে স্টুডেন্টরা তাদের পড়াশোনার পাশাপাশি অনলাইনে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হচ্ছে। অনেকেই ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার পেশা হিসেবে নিচ্ছে।

বিশ্বের সকল দেশেই ফ্রিল্যান্সিং করে ইনকাম সুযোগ টি কাজে লাগিয়েছে এবং লাগাচ্ছে। এমন কি বাংলাদেশের প্রায় অনেকেই এই কাজে নিয়োজিত হচ্ছে। প্রতিনিয়ত কাজ করে ভালো পরিমানে টাকা ইনকামও করছে।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো স্ক্রল করলে দেখা যায় ফ্রিল্যান্সিং করে অমুক জন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হলে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং কি?

আজ এই আর্টিকেল আমরা জানবো,ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং করে ইনকাম, ফ্রিল্যান্সিং করার সেরা মার্কেটপ্লেস, ইত্যাদি।  আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে সফল ফ্রিল্যান্সার হতে পারবেন এবং অনেক টাকা বা ডলার ইনকাম করতে পারবেন।

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইন থেকে ইনকাম এর একটি মাধ্যম। ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা। কোনো ব্যক্তি বা ফ্রিল্যান্সার (যে ফ্রিল্যান্সিং করে তাকে ফ্রিল্যান্সার বলে) কোনো প্রতিষ্ঠান বা কোম্পনির স্থায়ী কর্মচারী না হয়ে মুক্ত বা স্বাধীন ভাবে কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে।

ফ্রিল্যান্সারা বিভিন্ন মার্কেটপ্লেস বা সোশ্যাল মিডিয়াই বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান বা কোম্পনির সাথে কাজ করে থাকে। ফ্রিল্যান্সারা ক্লাইন্ট ( যাদের সাথে ফ্রিল্যান্সার কাজ করে ক্লাইন্ট বলে) এর সাথে শর্ত হিসেবে কাজ করে । শর্তের সময় অনুযায়ী  ফ্রিল্যান্সার কে কাজ করতে হয়।

ফ্রিল্যান্সিং করার অন্যতম একটি সুবিধা হলো, আপনি ক্লাইন্ট এর কাজ যখন খুশি করতে পারবেন । আপনার কাজের সময় অনুযায়ী কাজটি শেষ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং কেন করবেন

বর্তমান সময়ে সবকিছুই অনলাইনর মাধ্যমে করা হচ্ছে। বড় বড় ব্র্যন্ড, প্রতিষ্ঠান তাদের কাজের জন্য বিভিন্ন মার্কেটপ্লেস বা সোশ্যাল মিডিয়া থেকে ফ্রিল্যান্সারদের হায়ার করছে।

ফ্রিল্যান্সিং করার প্রদান কারন হচ্ছে এটি মুক্ত পেশা। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং  আপনি ঘরে বসে বা যেকোনো জায়গায় বসে করতে পারবেন ।

আপনি ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করতে যোকোন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন। এটি পুরোপুরি আপনার ইচ্ছা।

ফ্রিল্যান্সিং এর থেকে আয়ের কোনো সীমা নেই। আপনি যত বেশি বেশি কাজ করবেন ততই টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং কাজ টি আপনি স্বাধীন ভাবে করতে পারবেন ।

ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন

ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন

আপনি ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনাকে অবশ্যই কোনো বিষয়ে স্কিল থাকা লাগবে। ফ্রিল্যান্সিং করতে প্রথমেই স্কিল এর প্রয়োজন । প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করতে অনেক কিছুর প্রয়োজন। তবে প্রধান জিনিসগুলো হলো:

  • কম্পিউটার বা ল্যাপটপ
  • ইন্টারনেট কানেকশন
  • কাজের স্কিল
  • প্রয়োজনীয় সফটওয়্যার
  • অনলাইন পেমেন্ট

এছাড়াও আপনার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর প্রোফাইল, আপনার কাজের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট। ফ্রিল্যান্সিং কাজ করতে হলে আপনাকে ইংরেজিতে কথা বলা জানতে হবে ।

আরো পড়ুন : কিভাবে ইংরেজি শিখবেন ? সহজেই ইংরেজি শিখুন

ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ

ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে আপনার মেধা ও দক্ষতা কাজে লাগাতে হবে । ফ্রিল্যান্সিং কাজ এর চাহিদা অনেক। অনলাইন ইনকাম এর জন্য ফ্রিল্যান্সিং কাজের কোনো শেষ নেই। ফ্রিল্যান্সং মার্কেটপ্লেস গুলো  ভিজিট করলে দেখবেন কত রকমের কাজ রয়েছে।

ফ্রিল্যান্সিং এর কিছু কাজ হলো:

  • ডিজিটাল মার্কেটিং
  • ওয়েব ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • এফিলিয়েট মার্কেটিং
  • কনটেন্ট রাইটিং
  • ভিডিও এডিটিং
  • মেশিন লার্নিং
  • ডাটা এন্ট্রি
  • ডাটা এনালাইস
  • ফেসবুক মার্কেটিং
  • ফেসবুক পিক্সেল সেট আপ
  •  গুগল এড রান
  • গুগল এডসেন্স
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট
  • ভার্চুয়াল অ্যাসিস্টেন্স
  • গ্ৰাফিক্স ডিজাইন

আরো পড়ুন : গ্রাফিক্স ডিজাইন কি ?গ্রাফিক্স ডিজাইন এর কাজ

উপরোক্ত কাজ ছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে।আপনি আপনার পছন্দের মতো কাজ বেছে নিয়ে শিখে ফ্রিল্যান্সিং করে পারবেন। তবে সকল কাজের চাহিদা অনেক। ভালো দক্ষতা অর্জন করলে আপনি ও অনেক টাকা ইনকাম করতে পারবেন।

আরো পড়ুন : ডিজিটাল মার্কেটিং কী? ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ

ফ্রিল্যান্সিং কাজ এর টপ মার্কেটপ্লেস

ফ্রিল্যান্সিং এর কাজ নিয়ে তো জানলাম । কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ গুলো কোথায় করবেন ? ফ্রিল্যান্সিং এর কাজের জন্য মার্কেটপ্লেস রয়েছে। যেখানে সবধরনের কাজের জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করা হয়।

নিম্নে কিছু টপ এবং জনপ্রিয় মার্কেটপ্লেস এর নাম উল্লেখ করা হবে। এই মার্কেটপ্লেস গুলোতে আপনি আপনার স্কিল ও দক্ষতা কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

  • Fiverr
  • people per hour
  • Kework
  • Freelancer.com
  • Guru
  • 99 design
  • Toptal
  • SimplHired
  • FlexJoB
  • Code able
  • Upwork

উপরোক্ত মার্কেটপ্লেস গুলো ছাড়া আরো অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন। মার্কেটপ্লেস এর বাহিরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। বিভিন্ন স্যোশাল মিডিয়া প্লাটফর্ম বিশেষ করে LinkedIn ।

আরো পড়ুন : ফাইবার গিগ র‍্যাংকিং এবং ইম্প্রেশন বাড়ানোর টিপস

ফ্রিল্যান্সিং কীভাবে শিখবেন

ফ্রিল্যান্সিং কীভাবে শিখবেন?

আপনি যে কোনো কাজ করুন ,আপনাকে প্রথমে কাজটি কীভাবে করতে হয় জানতে হবে শিখতে হবে।

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং একটি প্রফেশনাল পেশা। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে ভালো ভাবে এর উপর স্কিল অর্জন করতে হবে।

এখন প্রশ্ন হলো আপনি কীভাবে প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং শিখবেন?

ফ্রিল্যান্সিং শিখতে আপনি নিম্নে দেওয়া অপশন ফলো করতে পারেন:

১)অনলাইন কোর্স: অনলাইন বিভিন্ন কোর্স এর সাইট থেকে আপনি কোর্স করতে পারেন। যেমন:

  • Udemy
  • passive Journal
  • Skills Shear

২) অফলাইন কোর্স: এখন প্রায় সব জায়গায় অফলাইন কোর্স এর প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানে নির্দিষ্ট টাকা দিয়ে ভর্তি হতে হয়। ৩-৪ সপ্তাহের ভেতরে আপনাকে ফ্রিল্যান্সিং কাজের উপর স্কিল শিখাবে।

৩) বই এবং ব্লগ পড়ে: অনলাইন বিভিন্ন ওয়েবসাইটে থেকে আপনি ব্লগ পড়ে বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক ধরনের বই রয়েছে বই পযড়ে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। ফ্রিল্যান্সিং শিখতে সময় লাগে তাই একটুতেই অধৈর্য হয়ে পড়বেন না। ধৈর্য সহকারে সময় নিয়ে ফ্রিল্যান্সিং শিখতে হবে।

কিভাবে সফল ফ্রিল্যান্সার হবেন

ফ্রিল্যান্সিং কাজ এর স্বাধীনতা বর্তমান সময়ের প্রজন্ম কে আকর্ষণ করছে। ফ্রিল্যান্সিং এর কাজ এর চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে ফলে বেশীরভাগ মানুষ ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়ছে।

উপরোক্ত আমরা আলোচনা করে ফ্রিল্যান্সিং কি, কেন করবেন। ঐ বার চলুন জেনে নেই কিভাবে একজন সফল  ফ্রিল্যান্সার হবেন।

১) নিশ বাছাই:

আপনি ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে নিশ বাছাই করতে হবে। আপনি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চান।মার্কেট প্লেসে যে কাজের চাহিদা বেশি এবং প্রতিযোগিতা কম ঐ কাজটি করা ভালো। কাজ কঠিন হলেও সময় নিয়ে শিখা উচিত।

২)  কাজের স্কিল অর্জন:

যেকোনো কাজের জন্য আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অনলাইনে যেকোনো কাজের উপর স্কিল থাকা প্রয়োজন।

আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত কাজ শিখতে হবে। আপনি যত বেশি কাজের উপর স্কিল অর্জন করবেন ততই আপনার‌ চাহিদা বাড়বে।

৩) পরিশ্রম:

কথাই আছে, পরিশ্রমেই সাফল্যের চাবিকাঠি।

ফ্রিল্যান্সিং কাজ ঘরে বসে করতে হয় বলে, কাজটা যে সহজ এমনটা একদম নয়। অন্য কাজের তুলনায় ফ্রিল্যান্সিং একটু কঠিন । এবং অন্য কাজের তুলনায় এই কাজে একটু বেশি পরিশ্রম করতে হয়।

কেননা, ফ্রিল্যান্সিং করতে হলে স্কিল অর্জন করা , ক্লাইন্ট খুঁজে বের করা, ক্লাইন্ট এর সাথে কথা বলা ইত্যাদি সবই নিজে কেই করতে হবে।

তাই আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে যত বেশি কাজ করবেন ততই সফলতা অর্জন করতে পারবেন।

৪) কাজের জন্য উপযুক্ত প্লাটফর্ম:

অনলাইন ফ্রিল্যান্সিং করার জন্য অনেক মার্কেটপ্লেস রয়েছে। অনেক  মার্কেটপ্লেস রয়েছে যেগুলো কাজের উপযোগী আবার অনেক মার্কেটপ্লেস কাজের অনুপযোগী।তাই ফ্রিল্যান্সিং করার জন্য সঠিক মার্কেটপ্লেসে কাজ করাই উত্তম।

এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়াই ফ্রিল্যান্সিং করে পারেন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কাজ করতে আপনাকে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে।

৫) পোর্টফোলিও ওয়েবসাইট :

ফ্রিল্যান্সিং কাজ করাযর জন্য আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি প্রয়োজন।

পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার কাজের ডেমো , আপনার সম্পর্কে ও যোগাযোগ তথ্য দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে।

পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে  আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আর সহজলভ্য হবে।

৬) ক্লাইন্ট খুঁজা :

বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, নেটওয়ার্ক ইভেন্ট, কোম্পনি এবং সোশ্যাল মিডিয়া থেকে ক্লাইন্ট খুঁজতে পারেন।

ক্লাইন্ট এর তথ্য বের করে ক্লাইন্ট এর সাথে যোগাযোগ করে কাজের জন্য ডিল করুন।

FAQ’S

প্রশ্নঃ ফ্রিল্যান্সিং কি ?

উঃ ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। যেখানে একজন ফ্রিল্যান্সার নির্দিষ্ট সময়ের জন্য একটি চুক্তিতে ক্লাইন্টের সাথে কাজ করে। ফ্রিল্যান্সার স্বাধীন ভাবে কাজ করে। এবং বিভিন্ন কাজ করে ক্লাইন্টের থেকে অর্থ উপার্জন করে। ফ্রিল্যান্সিং এর কাজ বিভিন্ন ধরনের হয় । যেমন: ডেভেলপমেন্ট,গ্ৰাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি।

প্রশ্নঃ ফ্রিল্যান্সিং অর্থ কি?

উঃ ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা বা স্বাধীন ভাবে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা।

প্রশ্নঃ ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি ?

উঃ ফ্রিল্যান্সিং বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তবে বর্তমান সময়ে সবচেয়ে চাহিদা বেশি যে কাজ গুলো হলো:
1. ওয়েব ডেভেলপমেন্ট
2. গ্রাফিক ডিজাইন
3. কনটেন্ট রাইটিং
4. ডিজিটাল মার্কেটিং
5. ভিডিও এডিটিং
6. মেশিন লার্নিং

প্রশ্নঃ  ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় মার্কেটপ্লেস

উঃ ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় মার্কেটপ্লেস:
1. Upwork
2. Fiverr
3. Freelancer
4. Toptal
5. PeoplePerHour

শেষ কথা

ফ্রিল্যান্সিং একটি স্বাধীন ও মুক্ত পেশা। প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনাকে অনেক স্কিল অর্জন করতে হবে এবং কাজে অনেক দক্ষ হতে হবে।

আশাকরি উপরোক্ত আর্টিকেল পড়ে আপনার উপকৃত হবে।‌ এবং আপনি  একজন সফল  ফ্রিল্যান্সার হতে সক্ষম হবেন।

মনে রাখবেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হতে অধিক পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *