মোবাইল অ্যাপ তৈরি করে ইনকাম এর উপায়
বর্তমান সময়ে সকলেই স্মার্ট ফোন ব্যবহার করছে, সকলের হাতে হাতে এখন স্মার্টফোন। সময়ের সাথে মানুষ স্মার্টফোনর উপর নির্ভরশীল হচ্ছে।
স্মার্টফোন ব্যবহার আরো সহজ করার জন্য মোবাইল অ্যাপস এর ব্যবহার করা হচ্ছে। বর্তমান সময়ে সকল ধরনের কাজের জন্য মোবাইল অ্যাপস ব্যবহার করা হচ্ছে। যেমন: ফুড ডেলিভারি, অনলাইন শপিং, ব্যাংক, মোবাইলে টাকা পাঠানো, অনলাইন ক্লাস ইত্যাদি।
বর্তমান প্রযুক্তির বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনকামের উপায় হলো মোবাইল অ্যাপ তৈরি করে ইনকাম। বর্তমান সময়ে আধুনিকতার ফলে স্মার্ট ফোনের সাথে সাথে মোবাইল অ্যাপ এর চাহিদা বেড়েছে। তার সাথে বেড়েছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের চাহিদা।
মোবাইল অ্যাপ তৈরি করে বিভিন্ন উপায়ে ইনকামের সুযোগ সুবিধা রয়েছে। আপনি একটি মোবাইল অ্যাপ তৈরি করে অনেক ভাবে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে ইনকামের উপায় জানতে হবে ।
আজকে এই আর্টিকেল আমরা জানবো, মোবাইল অ্যাপ তৈরি করে ইনকাম এর উপায়, মোবাইল অ্যাপ তৈরি করার ওয়েবসাইটে ।
Table of Contents
মোবাইল অ্যাপ কি ?
মোবাইল অ্যাপ বা মোবাইল এপ্লিকেশন হলো সফটওয়্যার প্রোগ্রাম যা স্মার্টফোন, ট্যাবলেট বা অন্যান্য মোবাইলে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়।
মোবাইল অ্যাপ গুলো অ্যাপ ডেভেলপাররা তৈরি করে থাকে। মোবাইল অ্যাপ গুলো সাধারনত Google Play Store থেকে ডাউনলোড করা হয়।
মোবাইল অ্যাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে , যেমন:
- গেমিং অ্যাপ
- ব্যাংকিং এবং ফিনান্স অ্যাপ
- ফুড ডেলিভারি অ্যাপ
- অনলাইন শপিং অ্যাপ
- সোশ্যাল অ্যাপ
- ফটো এন্ড ভিডিও অ্যাপ, ইত্যাদি।
মোবাইল অ্যাপ তৈরি করে কি কি দক্ষতা প্রয়োজন?
মোবাইল অ্যাপ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের দক্ষতা থাকা প্রয়োজন। যেমন:
- প্রোগ্রামিং ভাষা: Java Script, Python ,Php
- মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট টুলস ব্যবহার: Android Studio ,X Code
- মোবাইল অ্যাপ ডিজাইন: UI/UX design
- ডাটা ম্যানেজমেন্ট: SQLite, Firebase
- অ্যাপ সাবমিট: Google Play Store, Apply Play Store
তবে, বর্তমান সময়ে মোবাইল এর জন্য অ্যাপ তৈরি করতে App developer, Coding, Programming language জানতে হয় না। আপনি আপনার সাধারণ দক্ষতা দিয়ে মোবাইল অ্যাপ তৈরি করতে পারেন।
মোবাইল অ্যাপ তৈরি করে কি ইনকাম করা যায় ?
বর্তমান সময়ে সব বয়সের মানুষ স্মার্টফোন ব্যবহার করছে। সবাই সবার প্রয়োজনে মোবাইল অ্যাপ ব্যবহার করছে। যেমন: স্টুডেন্টরা প্রয়োজনে পড়াশোনার মোবাইল অ্যাপ ব্যবহার করছে, ইত্যাদি।
আপনি মোবাইল অ্যাপ তৈরি করে বিভিন্ন উপায় ইনকাম করতে পারবেন। আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন আপনি কোন মোবাইল অ্যাপ ব্যবহার করার সময় বিজ্ঞাপন শো করে, এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ইনকাম হবে।
যত বেশি মানুষ আপনার তৈরি মোবাইল অ্যাপ ব্যবহার করবে মানুষ তত বেশী বিজ্ঞাপন দেখবে, বিজ্ঞাপন মানুষ বেশি দেখলে আপনার বেশি ইনকাম হবে।
আরো পড়ুন : মাসে ৪০-৫০ হাজার টাকা ইনকাম করার উপায়
কিভাবে মোবাইল অ্যাপ তৈরি করবেন?
বর্তমান সময়ে মোবাইল অ্যাপ তৈরি করা অনলাইন ইনকামের একটি জনপ্রিয় মাধ্যম। কেননা প্রযুক্তির সাথে মোবাইল ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। মোবাইল ব্যবহারে করতে মোবাইল অ্যাপ এর গুরুত্ব ও চাহিদা অপরিসীম।
মোবাইল অ্যাপ তৈরি করে ইনকাম করার জন্য সবাই আগ্রহ হচ্ছে। বর্তমান সময়ে মোবাইল অ্যাপ তৈরি করা অনেক সহজ বিষয় হয়ে উঠেছে।
আপনি আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে খুব সহজেই মোবাইল অ্যাপ তৈরি করতে পারবেন।
ইউটিউব বা গুগলে আপনি মোবাইল অ্যাপ তৈরি করার জন্য অনেক tutorial ভিডিও পাবেন। ইউটিউব বা গুগলে গিয়ে How to make mobile App লিখে সার্চ করলে আপনি অনেক অনেক ভিডিও পাবেন।
ইউটিউব ভিডিও দেখে আপনি নিজেই মোবাইল অ্যাপ তৈরি করতে পারবেন। মোবাইল অ্যাপ তৈরি করে আপনি নিজে ব্যবহার করতে পারবেন ও অ্যাপ টি দিয়ে ইনকাম করতে পারবেন।
আপনি যদি প্রফেশনাল মোবাইল অ্যাপ তৈরি করতে চান , তাহলে আপনি একজন মোবাইল অ্যাপ ডেভেলপার হায়ার করতে পারেন।
মোবাইল অ্যাপ ডেভেলপার আপনার পছন্দের মতো মোবাইল অ্যাপ তৈরি করে দিবে। আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে থেকে মোবাইল অ্যাপ ডেভেলপার হায়ার করতে পারেন।
আর, আপনি যদি নিজেই প্রফেশনাল মোবাইল অ্যাপ তৈরি করতে চান । তাহলে , অনলাইন কোর্স করতে পারেন। অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপ তৈরির কোর্স রয়েছে যেখানে থেকে আপনি মোবাইল অ্যাপ তৈরি করা শিখতে পারবেন।
মোবাইল অ্যাপ তৈরি করা ওয়েবসাইট
মোবাইল অ্যাপ তৈরি করার বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে। নিম্নে কিছু জনপ্রিয় মোবাইল অ্যাপ তৈরি করার ফ্রি ওয়েবসাইটেরনাম দেওয়া হলো:
- Adalo: ওয়েব অ্যাপ এবং মোবাইল অ্যাপ তৈরি করা হয়।
- Appy pie : অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য অ্যাপ তৈরি করা হয়, কোনো প্রকার কোডিং ছাড়া।
- Kodular : মোবাইল অ্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
- Andromo : মোবাইল অ্যাপ তৈরি ও ডিজাইন করার জন্য।
- MIT App Inventor : মোবাইল অ্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়।
- Thunkable : ড্র্যাগ-এন্ড-ড্রপ ইন্টারফেস অ্যাপ তৈরি করা হয়।
- Andromo : অ্যাপ তৈরি করার জন্য ভালো ওয়েবসাইট।
উপরোক্ত দেওয়া ওয়েবসাইট গুলো থেকে আপনি খুব সহজে বিনামূল্যে মোবাইল অ্যাপ তৈরি করতে পারবেন। ওয়েবসাই গুলো থেকে মোবাইল অ্যাপ তৈরি করতে কোনো প্রকার কোডিং এর ব্যবহার করতে হবে না।
প্রতিটি ওয়েবসাইটে আপনি সুবিধা মতো মোবাইল অ্যাপ তৈরি করতে পারবেন।
অ্যাপ তৈরি করে পাবলিস করা
প্রত্যেককে তাদের মোবাইলে প্রয়োজনীয় ও পছন্দ মতো মোবাইল অ্যাপ ব্যবহার করে থাকে। মোবাইল অ্যাপ গুলো ডাউনলোড করার জন্য গুগল Play Store ব্যবহার করা হয়।
সারা বিশ্ব জুড়ে সকলেই গুগল Play Store ব্যবহার করছে। মোবাইল ব্যবহারকারী তাদের পছন্দ মতো অ্যাপ গুগল Play Store থেকে ডাউনলোড করে ব্যবহার করে থাকে।
আপনি আপনার তৈরি করা মোবাইল অ্যাপটি গুগল Play Store আপলোড করতে পারেন। গুগল Play Store মোবাইল অ্যাপ টি আপলোড করলে সারা বিশ্বের সকলেই আপনার অ্যাপ টি ব্যবহার করতে পারবে । যত বেশি মানুষ আপনার অ্যাপ টি ব্যবহার করবে তত বেশি আপনার ইনকাম হবে।
আপনি যদি নিজের অ্যাপ নিজেইগুগল Play Store আপলোড করতে চান । তাহলে আপনাকে Google play developer account বা publisher account তৈরি করতে হবে।
Google play developer account বা publisher account তৈরি করতে আপনাকে Google Play Console সাইন আপ করতে হবে।
Google Play Console সাইন আপ করতে ৩০০০( আনুমানিক) টাকা registration fee দিতে হবে।
Google Play Console আপনার তৈরি অ্যাপ টি পাবলিশ করতে পারবেন।
মোবাইল অ্যাপ দিয়ে ইনকাম করার উপায়
আপনার তৈরি অ্যাপ টি যদি প্রফেশনাল অ্যাপ হয় । তাহলে আপনি মোবাইল অ্যাপ দিয়ে ইনকাম করতে পারবেন। এমনকি মোবাইল অ্যাপ তৈরি করে ইনকাম টি আপনার প্যাসিভ ইনকাম হবে।
চলুন জেনে নিই কিভাবে মোবাইল অ্যাপ দিয়ে টাকা ইনকাম করা যায়।
Advertisement (বিজ্ঞাপন)
গুগল Play Store মোবাইল অ্যাপ দিয়ে টাকা ইনকাম অন্যতম ভালো উপায় হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইল অ্যাপ দিয়ে ইনকাম করতে পারবেন।
গুগল Play Store ব্যবহারকারী আপনার অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করার সময় , কিছু বিজ্ঞাপন শো করবে। এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনি মোবাইল অ্যাপ দিয়ে ইনকাম করতে পারবেন।
গুগল Play Store ব্যবহারকারী যত বেশি পরিমাণ আপনার অ্যাপ ডাউনলোড করবে । তত বেশী আপনি ইনকাম করতে পারবেন।
In App Purchases ( অ্যাপ কেনাকাটায় )
আপনার তৈরি করা অ্যাপ দিয়ে ইনকাম এর অন্যতম উপায় হচ্ছে অ্যাপ কেনা কাটায় । বিভিন্ন অ্যাপস ব্যবহার করার সময় দেখা যায় বিভিন্ন ধরনের ফিচার কিনতে হয়।
আপনার তৈরি করা অ্যাপে আপনি এমন অনেক ফিচার এড করতে পারেন, ইনকাম এর জন্য এই উপায়টি অন্যতম ভালো উপায়।
FAQ’S
প্রশ্নঃ মোবাইল অ্যাপে ক্যারিয়ার
উঃ বর্তমান সময়ে মোবাইল অ্যাপ ব্যবহার করার জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি বিভিন্ন ভাবে মোবাইল অ্যাপে ক্যারিয়ার গড়তে পারবেন। যেমন : অ্যাপ টেস্টিং,মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (Android/iOS), ডিজিটাল মার্কেটিং ও ASO,UI/UX ডিজাইন, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বা ফ্রিল্যান্সিং/স্টার্টআপ ইত্যাদি।
প্রশ্নঃ মোবাইল দিয়ে অ্যাপ তৈরি
উঃ মোবাইল দিয়ে আপনি খুব সহজেই কিছু প্লাটফর্ম এ বিভিন্ন অ্যাপস তৈরি করতে পারবেন। যেমন: Kodular, Thunkable, MIT App Inventor বা AppyPie প্লাটফর্ম গুলোতে আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও কোডিং ছাড়া অ্যাপস তৈরি করতে পারবেন।
শেষ কথা
আশা করি উপরোক্ত আর্টিকেল আপনার উপকৃত হবে। এই আর্টিকেল টি পড়ে,আপনি সহজেই মোবাইল অ্যাপ তৈরি করতে পারবেন। এবং মোবাইল অ্যাপ তৈরি করে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন।
আপনি মোবাইল অ্যাপ তৈরি করে ইনকাম করতে চাইলে উপরোক্ত নিয়ম সঠিকভাবে ফলো করতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।