পাসপোর্ট তৈরি করতে কী কী প্রয়োজন
একটা সময় ছিল যখন পাসপোর্ট তৈরি করা অনেক কঠিন ছিল। বর্তমান সময়ে অনলাইনে পাসপোর্ট তৈরির ব্যবস্থা পাসপোর্ট তৈরি করে আরো সহজ করে দিয়েছে।
NID Card কিংবা অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন। আপনার NID Card না থাকলে অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে সহজেই পাসপোর্ট তৈরি করতে পারবেন।
আজকে এই আর্টিকেল এ জানবো কিভাবে পাসপোর্ট তৈরি করতে হবে? পাসপোর্ট তৈরি করতে কী প্রয়োজন? পাসপোর্ট এর জন্য কীভাবে অনলাইন আবেদন করতে হবে?
Table of Contents
কোন পাসপোর্ট কীসের জন্য তৈরি করতে হয় ?
বাংলাদেশী পাসপোর্ট সাধারণত ৩ প্রকার । যথা:
১) সাধারণ পাসপোর্ট (General Passport)
২) সরকারি পাসপোর্ট ( Official Passport)
৩) কুটনৈতিক পাসপোর্ট (Diplomatic passport)
সাধারণ পাসপোর্ট
সাধারণ পাসপোর্ট বাংলাদেশর সকল নাগরিক তৈরি করতে পারবে। এটি সবুজ রঙের হয়। সাধারণত সব কিছু ঠিক থাকলে সাধারণ পাসপোর্ট তৈরি হতে ২১ দিন সময় লাগে।
সরকারি পাসপোর্ট
সরকারি পাসপোর্ট সরকারি কর্মচারীদের জন্য। কেউ ব্যাক্তিগত প্রয়োজন বা ভ্রমণে ঐ পাসপোর্ট তৈরি করতে পারবে না। তবে সরকারি পাসপোর্ট তৈরিতে সরকারি আদেশ থাকতে হবে। সরকারি পাসপোর্ট গাঢ় নীল রঙের হয়।
কুটনৈতিক পাসপোর্ট
কুটনৈতিক পাসপোর্ট সরকারি বড় অফিসারদের কাজের জন্য তৈরি করা হয়। কুটনৈতিক দায়িত্ব পালনের জন্য এই পাসপোর্ট ব্যবহার করা হয়। এটি লাল রঙের হয়।
ই পাসপোর্ট তৈরি করতে কী কী প্রয়োজন
পাসপোর্ট তৈরি করতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের প্রয়োজন। আপনার বয়স যদি ১৮-২০ এর বেশি হয় তাহলে পাসপোর্ট করতে NID Card লাগবে। আপনার NID Card না থাকলে কিংবা প্রাপ্ত বয়স্ক না হলে অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে ও আপনি পাসপোর্ট তৈরি করতে পারেন।
চলুন জেনে নিই পাসপোর্ট তৈরি করতে কী কী প্রয়োজন :
- পাসপোর্টৈর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- পাসপোর্ট রেজিস্ট্রেশন ফর্ম পূরণ
- পাসপোর্টের জন্য ফর্ম পূরণ
- পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুক
- পাসপোর্ট ফি রশিদ জমা
- পাসপোর্টৈর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ই পাসপোর্ট তৈরি করতে হলো সর্বপ্রথম আবেদন করতে হবে। আবেদন পর পাসপোর্ট তৈরি করতে আপনার প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট ইত্যাদির প্রয়োজন হবে।
তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কাছে সবকিছু রয়েছে কিনা। চলুন জেনে নিই নতুন ৫-১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন।
১) জাতীয় পরিচয়পত্র কিংবা অনলাইন জন্ম নিবন্ধন
- ১৮ বছর এর নিচে হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
- ১৮-২০ বছর এর বেশি হলে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
- ২০ বছরের বেশি হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক।
২) আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি
৩) মোবাইল নম্বর
৪) পেশা প্রমাণের কার্ড
- চাকরিজীবী হলে চাকরির কার্ড।
- স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড।
৫) অনলাইন আবেদন সামারি।
৬) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
৭) বিদ্যুৎ কিংবা পানির বিল ।
৮) বিবাহিত হলে নিকাহনামা।
৯) চেয়ারম্যান প্রাপ্ত নাগরিক সনদপত্র ।
শিশুর পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারী অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পিতা মাতার জাতীয় পরিচয়পত্র
- অনলাইন আবেদন সামারি
- পাসপোর্ট ফি রশিদ
- পাসপোর্ট সাইজের ছবি
- টিকা কার্ড
প্রাপ্ত বয়স্কর পাসপোর্ট তৈরি করতে প্রয়োজনীয় কাগজপত্র
- জাতীয় পরিচয়পত্র
- চেয়ারম্যান প্রাপ্ত নাগরিক সনদপত্র
- বিদ্যুৎ কিংবা পানির বিল
- অনলাইন আবেদন সামারি
- পাসপোর্ট ফি রশিদ
- পাসপোর্ট সাইজের ছবি
- স্টুডেন্ট হলে সার্টিফিকেট
সরকারি চাকরিজীবীর পাসপোর্ট তৈরি করতে প্রয়োজনীয় কাগজপত্র
- জাতীয় পাসপোর্টৈর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- বিদ্যুৎ কিংবা পানির বিল
- পাসপোর্ট সাইজের ছবি
- বিবাহিত হলে নিকাহনামা
- অনলাইন আবেদন সামারি
- NOC ( No ObjecCertificate) অথবা
- GO ( Government Order)
পাসপোর্ট রেজিস্ট্রেশন ফর্ম পূরণ
অনলাইনে পাসপোর্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে epassport ওয়েবসাইটে ভিজিটর করতে হবে।
তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন: আবেদনকারী নাম, ইমেইল, মোবাইল নম্বর, জন্ম তারিখ ইত্যাদি দিতে হবে।
চলুন জেনে নিই পাসপোর্ট রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে কি Rules ফলো করতে হবে।
Rules 1 : passport.gov.bdওয়েবসাইটে ভিজিট করতে হবে।
Rules 2 : ওয়েবসাইটে ভিজিট করার পর New Registration from এ ক্লিক করুন। আপনার যদি খুঁজে পেতে অসুবিধা হয় । তাহলে আপনি epassport new sign upলিখে সার্চ করলে । New registration পেইজ সো করবে।
প্রয়োজন সব ইনফরমেশন দিয়ে ফর্ম টি আপনাকে ফিলাপ করতে হবে। তবে ফর্ম ফিলাপ করতে খেয়াল রাখতে হবে, আপনার সুবিধা অনুযায়ী বা আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিসের নাম দেওয়া ভালো।
রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করার পর আবেদনকারী ইমেইল আইডি, ইউজার নাম, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
Rules 3 : রেজিস্ট্রেশন করার পর ইমেইল আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ।
আরো পড়ুন : সহজ নিয়মে পাসপোর্ট চেক
পাসপোর্টের জন্য ফর্ম পূরণ
চলুন জেনে নিই পাসপোর্ট আবেদনের জন্য ফর্ম পূরণ করতে কি কি Rules ফলো করতে হবে ।
Rules 1: epassport ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর 5 Steps to your e-Passport অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 5 Steps দেখাবে আর মধ্যে
Step 2: Fill in your e-Passport application online
For Online Application Click Here ,অপশনে ক্লিক করতে হবে।
Rules 2: ক্লিক করার পর একটি নতুন পেইজ শো করবো ।যেকানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি বাংলাদেশ থেকে পাসপোর্ট এপলাই করবেন কিনা ।যদি বাংলাদেশ থেকে এপলাই করেন Yes তাহলে অপশনে ক্লিক করতে হবে ।সিলেক্ট করার পর বর্তমান ঠিকানা এন্ড বর্তমান ঠিকানার পুলিশ স্টেশন দিতে হবে। তারপর Continue অপশনে ক্লিক করতে হবে।
Rules 3: এরপর ইমেইল দিতে। ইমেইল দেয়ার অন্য একটি পেইজ শো করবে। পেইজে আপনাকে কিছু ডিটেইলস দিতে হবে।
ডিটেইলস সেভ করার পর আবেদনকারীর ছবি এবং স্বাক্ষর দিতে হবে ।
উপরোক্ত নিয়ম মেনে আপনি খুব সহজেই অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
আরো পড়ুন : পাসপোর্ট সংশোধন করার নতুন নিয়ম
পাসপোর্ট করতে কত টাকা লাগে
পাসপোর্ট তৈরি করতে টাকার পরিমান নির্ভর করে পাসপোর্ট কত পেজের হবে,
- ৬০ পেইজের জন্য ২০০০ টাকা।
- ৩৬ পেইজের জন্য ১৫০০ টাকা।
মেয়াদ হিসেবে পাসপোর্ট করতে টাকার পরিমাণ:
অতি জরুরী মেয়াদি পাসপোর্ট
- ৫ বছর মেয়াদি পাসপোর্ট ১২ হাজার ৭৫ টাকা।
- ১০ বছর মেয়াদি পাসপোর্ট ১৩ হাজার ৮০০ টাকা।
জরুরী মেয়াদি পাসপোর্ট
- ৫ বছর মেয়াদি পাসপোর্ট ৮ হাজার ৬৬৫ টাকা।
- ১০ বছর মেয়াদি পাসপোর্ট ১০ হাজার ৩৫০ টাকা।
সাধারণ মেয়াদি পাসপোর্ট
- ৫ বছর মেয়াদি পাসপোর্ট ৬ হাজার ৩২৫ টাকা।
- ১০ বছর মেয়াদি পাসপোর্ট ৮ হাজার ৫০ টাকা।
পাসপোর্ট করতে কত দিন লাগে
পাসপোর্ট তৈরি করতে কত সময় লাগে তা নির্ভর করে পাসপোর্টের ধরনের উপর,
অতি জরুরী মেয়াদি পাসপোর্ট
• ৫ বছর মেয়াদি পাসপোর্ট পেতে ২ দিন সময় লাগবে।
• ১০ বছর মেয়াদি পাসপোর্ট পেতে ২ দিন সময় লাগবে।
জরুরী মেয়াদি পাসপোর্ট
• ৫ বছর মেয়াদি পাসপোর্ট পেতে ৭ দিন সময় লাগবে।
• ১০ বছর মেয়াদি পাসপোর্ট পেতে ৭ দিন সময়লাগবে।
সাধারণ মেয়াদি পাসপোর্ট
• ৫ বছর মেয়াদি পাসপোর্ট পেতে ১৫ দিন সময় লাগবে।
• ১০ বছর মেয়াদি পাসপোর্ট পেতে ১৫ দিন সময় লাগবে ।
FAQ’S
প্রশ্নঃ পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগে?
উঃ পাসপোর্ট তৈরি করতে টাকার পরিমাণ নির্ভর করে পাসপোর্টের পেইজের উপর। যেমন:
৬০ পেইজের জন্য ২০০০ টাকা।
৩৬ পেইজের জন্য ১৫০০ টাকা।
প্রশ্নঃ পাসপোর্ট তৈরি করতে কি কি লাগে?
উঃ পাসপোর্ট তৈরি করতে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো হলো:
1) জাতীয় পরিচয়পত্র
2) জন্ম নিবন্ধন সনদ
3) পাসপোর্ট সাইজের ছবি
4) পাসপোর্ট ফি
5) শিক্ষাগত যোগ্যতা প্রমাণ , ইত্যাদি ।
প্রশ্নঃ ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে ?
উঃ ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে যা যা প্রয়োজন:
1) আবেদন পত্র
2) জাতীয় পরিচয়পত্র
3) জন্ম নিবন্ধন সনদ
4) পাসপোর্ট সাইজের ছবি
5) পাসপোর্ট ফি
6) বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
প্রশ্নঃ পাসপোর্ট হয়েছে কিনা চেক 4122 000075823?
উঃ আপনার পাসপোর্ট রেফারেন্স নম্বর (4122000075823 ) হলে আপনি পাসপোর্ট চেকিং করতে পারবেন। এই নম্বর তথ্য দিয়ে।
প্রশ্নঃ পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে ?
উঃ পাসপোর্ট রিনিউ করতে যা যা প্রয়োজন:
1) পুরাতন পাসপোর্ট
2) পাসপোর্ট রিনিউ আবেদন
3) জাতীয় পরিচয়পত্র
4) পাসপোর্ট রিনিউ ফি
5) প্রয়োজন অনুসারে প্রয়োজনীয় ডকুমেন্ট
শেষ কথা
আশা করি উপরোক্ত ব্লগ পড়ে পাসপোর্ট তৈরি করতে কী কী প্রয়োজন? কিভাবে পাসপোর্ট তৈরি করবেন? ইত্যাদি বুঝতে পেরেছেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।