জন্ম নিবন্ধন ( Birth Certificate ) সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন ( Birth Certificate ) সনদ ডাউনলোড

আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। বর্তমান সময়ে অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে সব ধরনের কাজ করা হয়।

বিভিন্ন প্রয়োজনে মানুষ অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে চাই । তবে সঠিক নিয়ম না জানার ফলে বেশীরভাগ মানুষ অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে বিভিন্ন ধরনের অসুবিধা হয়।

আজকে এই আর্টিকেল আমরা জানবো , কিভাবে সঠিক নিয়মে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে হয় ? অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে কি কি প্রয়োজন?

অনেকেই অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ কপি ডাউনলোড সার্চ করে থাকে। মূলত এই দুটি কথা একই জিনিস, একই জিনিস কে ভিন্ন ভাবে সার্চ করা হয়।

বলে রাখা ভালো, অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন সনদের ১৭  সংখ্যা নাম্বার বা জন্ম নিবন্ধন সনদের নম্বর ও জন্ম তারিখ জানতে হবে। জন্ম নিবন্ধন সনদের এই দুটি তথ্য দিয়ে আপনি অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ কি ?

জন্ম নিবন্ধন সনদ হলো সরকার কর্তৃক নথি ( নথি অর্থ লিখিত বা উপস্থাপিত) । শিশু জন্মের পর সরকারি রেফারেন্সে সরকারি খাতায় শিশু নাম , পিতার নাম, মাতা নাম, ঠিকানা লেখা হয়।

শিশু জন্মের পর দেশের নাগরিক হিসেবে প্রধান ও প্রথম পরিচয় জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদ সাধারণ সরকার বা স্থানীয় প্রশাসন দ্বারা আইনি প্রমাণ হিসেবে জারি করা হয়।

শিশুর জন্মের পর থেকেই সব কাজের জন্য জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করা হয়। তাই শিশুর জন্ম নিবন্ধন সনদ তৈরিতে সঠিকভাবে তৈরি করা প্রয়োজন। জন্ম নিবন্ধন সনদ ব্যক্তির পরিচয়, নাগরিকত্ব, এবং বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য প্রয়োজন।

জন্ম নিবন্ধন ( Birth Certificate ) সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে আমাদের সর্বপ্রথম bdris নিবন্ধন সাইটে ভিজিট করতে হবে।  এরপর এই লিংকে everify.bdris.gov.bd ভিজিট করতে হবে।

এরপর আপনার সামনে একটি পেইজ শো করবে যেখানে আপনাকে Birthday Registration Number (১৭ ডিজিট) , Date Of Birthday ( yyyy-mm-dd) ,the answer is (ক্যাপচা  পূরন )দিয়ে Search বাটনে ক্লিক করতে হবে।

এরপর আপনি খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন। চলুন আরো সহজে ও প্রেক্টিক্যাল ভাবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ কয়েকটি ধাপে ডাউনলোড করা দেখে নিই ।

জন্ম নিবন্ধন সনদ যাচাই

অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে আপনাকে প্রথমে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দুই ধরনের হয়ে থাকে যেমন: ১৬ ডিজিট এবং ১৭ ডিজিট।

১৭ ডিজিট এর নাম্বার দিয়ে আপনি খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন। কিন্তু ১৬ ডিজিট নম্বর দিয়ে এটি সম্ভব নয়। তাই অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে আপনাকে প্রথমে ১৬ ডিজিট নম্বর কে ১৭ ডিজিট নম্বর করতে হবে।

মূলত দুটি উপায়ে ১৬ ডিজিট নম্বর কে ১৭ ডিজিট নম্বরে করতে পারবেন। যেমন:

  • ১১ টি সংখ্যার পর একটি ০ যোগ করে।
  • ৫ সংখ্যার আগে একটি ০ যোগ করে।

উপরোক্ত নিয়ম হতে যেকোনো একটি নিয়ম ফলো করলে হবে। দুইটি নিয়ম একই‌ ।

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার ধাপসমূহ হলো:

জন্ম নিবন্ধন সনদ যাচাই

ধাপ-১:

  • অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে প্রথমে আপনাকে bdris  ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর everify.bdris.gov.bd এই লিংকে ক্লিক করলে আপনার সামনে একটি পেইজ শো করবে।
  • পেইজে কয়েকটি শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন:
  • Birthday Registration Number (১৭ ডিজিট) , Date Of Birthday ( yyyy-mm-dd) ,the answer is (ক্যাপচা  পূরন)
  • আপনি যেকোন স্ক্রিনে যেকোনো ব্রাউজার ওপেন করে লিংকে লিখে সার্চ করলে আপনার সামনে bdris  ওয়েবসাইটি শো করবে।

ধাপ-২: 

অতঃপর পেইজের শূন্যস্থান পূরণ করতে হবে।

  • Birthday Registration Number (১৭ ডিজিট) = ০১২৩৪৫৬৭৮৯১০১২১৩১
  • Date Of Birthday  ( yyyy-mm-dd) = ২০০০-০ষষ্ট৮- ১৩
  • the answer is (ক্যাপচা  পূরন ) = প্রত্যেকের সামনে বিভিন্ন রকম ক্যাপচা শো করবে। যেমন: 91-47=?

ধাপ-৩:

উপরোক্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর, পুনরায় তথ্য গুলো আবার চেক করতে হবে। কেননা আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন না। তাই জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে তথ্য সংশোধন করা ও নির্ভুল তথ্য দেওয়া উচিত।

সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে search  বাটনে ক্লিক করতে হবে ।

ক্লিক করার পর আপনার সামনে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ শো করবে।

আরো পড়ুন : নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন নিয়ম

জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

আশাকরি উপরোক্ত নিয়ম সঠিকভাবে ফলো করে আপনি আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ এর তথ্য দেখতে পারছেন।

মনে রাখবেন, অনলাইন জন্ম নিবন্ধন সনদ এর সাথে অরিজিনাল জন্ম নিবন্ধন সনদ এর কোনো ধরনের মিল নেই।

আপনি চাইলে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন PDF

অনলাইন জন্ম নিবন্ধন সনদের এর উপরের দিকে ৩ ডট ডট ডট অপশনে ক্লিক করতে হবে। এরপর  Print  অপশনে ক্লিক করতে হবে।

অতঃপর আপনার সামনে অনলাইন জন্ম নিবন্ধন সনদ শো করবে pdf  আকারে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড হয়ে যাবে।

জন্ম নিবন্ধন অনলাইন

অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা থাকতে হবে। কারন আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন না করা থাকলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন না।

অনলাইন জন্ম নিবন্ধন সনদ তৈরিতে করতে হলে আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে হবে।

অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করলে আপনি অরিজিনাল কপির সাথে মিলে পাবেন না।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে প্রথমে আপনাকে  https://bdris.gov.bd/home  ভিজিট করতে হবে। এরপর হোম পেইজের উপর ৩ লাইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ৩ টি অপশন শো করবে।

এর মধ্যে জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে। এরপর আর কিছু অপশন শো করবে এর মধ্যে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন অপশনে ক্লিক করতে হবে।

এরপর পেইজে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন‌:

  • Birthday Registration Number (১৭ ডিজিট)
  • Date Of Birthday ( yyyy-mm-dd)
  • The answer is (ক্যাপচা  পূরন )

ইনফরমেশন দেওয়ার পর অনুসন্ধান অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ শো করবে।

এরপর নির্বাচন করুন অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি ফর্ম শো করবে ফর্মে ইনফরমেশন দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

ইউনিয়ন জন্ম নিবন্ধন সনদ করতে বা সংগ্রহ করেন সরকারি ফি হিসেবে ৫০-১০০ টাকা (আনুমানিক) দিতে হবে।

জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ডাউনলোড

অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে প্রথমে https://everify.bdris.gov.bd/  ভিজিট করতে হবে। ভিজিট করার পর কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন:

  • Birthday Registration Number (১৭ ডিজিট)
  • Date Of Birthday ( yyyy-mm-dd)
  • The answer is (ক্যাপচা  পূরন )

সঠিক ইনফরমেশন দিয়ে সার্চ অপশন ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে ইংরেজি জন্ম নিবন্ধন সনদ শো করবে। এরপর আপনি এটি কে প্রিন্ট করারে pdf ডাউনলোড করতে পারবেন।

FAQ’S

প্রশ্নঃ হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম?

উঃ হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য https://bdris.gov.bd/br/reprint/add ভিজিট করতে হবে । ওয়েবসাইটে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখুন।
এরপর ক্যাপচা কোড লিখে সার্চ বাটনে ক্লিক করতে হবে।জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রণের জন্য আবেদন করুন এবং পুনঃমুদ্রণের আবেদন ফি জমা দেন।

প্রশ্নঃ নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?

উঃ হ্যাঁ,করা যায়। এর জন্য আপনাকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসে যেতে হবে।

প্রশ্নঃ জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক কোনটি?

উঃ জন্ম নিবন্ধন যাচাই এর ওয়েবসাইটে লিংক হলো: everify.bdris.gov.bd

শেষ কথা

আশা করি উপরোক্ত আর্টিকেল পড়ে আপনি খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

আপনি খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন সঠিক নিয়মে ফলো করে। তবে আপনাকে সঠিক ইনফরমেশন দিতে হবে ‌।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *