AI দিয়ে মাসে লাখ টাকা ইনকাম এর উপায়
সময়ের সাথে পরিবর্তন হচ্ছে সবকিছু। তার মধ্যে অনেক পরিবর্তন মানুষের জীবন কে আর সহজ করে তুলেছে। ঐ সময় কাজকে আরো সহজ করতে নানা রকম ভাবে ব্যবহার করা হচ্ছে AI(Artificial Intelligence)। অনলাইন থেকে সহজে টাকা ইনকাম এর খুব জনপ্রিয় মাধ্যম হলো AI।
এই ব্লগে আমার জানাবো, AI কি?AI দিয়ে কিভাবে কাজ করতে হবে?AI দিয়ে মাসে লাখ টাকা ইনকাম? ইত্যাদি।
Table of Contents
AI (Artificial Intelligence) কি ?
AI হচ্ছে কৃত্রিম বৃদ্ধিমত্তা, ইংরেজিতে একে Artificial Intelligence অর্থাৎ AI বলা হয়। AI(Artificial Intelligence) একপ্রকার হাইটেক কম্পিউটার প্রোগ্রাম। AI মেশিন দ্বারা প্রদর্শিত বৃদ্ধিমত্তা।
AI(Artificial Intelligence) কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা। যা একটি এজেন্ট দ্বারা পরিচালিত হয়, এতে বিভিন্ন ধরনের বিশাল ডাটা রয়েছে,স্বশাস্তি ভাবে কাজ করে।
AI (Artificial Intelligence) কত প্রকার ও কি কি?
AI (Artificial Intelligence ) কে তিন ভাগে ভাগ করা হয়:
১)Big AI (Artificial Intelligence):
বিগ AI (Artificial Intelligence ) আমাদের সবার খুবই পরিচিত। বিগ AI (Artificial Intelligence ) সাধারণত ফ্রি ডিজাইন ও কাজ করে, এটি দ্বারা কাজ সহজ হয়। যেমন: Word, Power point,Photo Shop, EXale ,Canva Etc
2) Strong AI (Artificial Intelligence):
Strong AI (Artificial Intelligence ) কে এমন ভাবে Development করা হয়েছে যে, এটি মানুষের মতো মানসিকতা ও মানসিক শক্তি হিসেবে কাজ করে।
AI (Artificial Intelligence ) মানুষের মাথা থেকে তাড়াতাড়ি কাজ করতে সক্ষম হয়। তাই এই বর্তমান সময়ে এসে আমাদের উচিত বেশি বেশি Skills অর্জন করা।
৩)AI (Artificial Intelligence):
AI (Artificial Intelligence ) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সময়ের সাথে Development হচ্ছে। মানুষের থেকে বেশি Expert হচ্ছে। AI (Artificial Intelligence ) আমাদের বিপ্লব ঘটানোর সুযোগ বেশি।
AI (Artificial Intelligence ) কে যা করতে বলা হয়, তা নিমেষে করে দিতে পারে। যেমন:
১)শিখন এবং অভিযোজন
২)সমস্যা সমাধান
৩)স্বয়ংক্রিয়তা
৪)সিদ্ধান্ত গ্রহণে উন্নতি
৫)যোগাযোগ উন্নত করা
৬)সৃজনশীলতা বৃদ্ধি ,ইত্যাদি।
AI (Artificial Intelligenc ) নিয়ে বর্তমান সময়ের তথ্য
AI (Artificial Intelligence ) দিয়ে আমরা এমন কাজ করতে পারি যা আগে কল্পনা ও করতে পারতাম না। বর্তমান এর তথ্য অনুযায়ী AI (Artificial Intelligence ) সেনাবাহিনী পদে যুক্ত করার চিন্তা ভাবনা চলছে।
আবার অনেকে বলেন AI (Artificial Intelligence ) কে কাজে লাগিয়ে যুদ্ধ করা(যাতে মানুষ মানুষের আর প্রান হারানোর ভয় না থাকে)।
তা হলে ভাবুন AI (Artificial Intelligence ) এর ক্ষমতা ও চাহিদা কতটা।
সমাজে যেমন কম বৃদ্ধি মান ও অক্ষম মানুষকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, তেমন AI (Artificial Intelligence ) সময়ের সাথে আরো Development হলে মানুষের গুরুত্ব কমিয়ে সক্ষম হয়ে যেতে পারে।
AI (Artificial Intelligence) দিয়ে ভিডিও তৈরি
আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে Chrome Browser/Mojila Firefox এ চলে যান। এরপর Search বারে heygen.com লিখে Enter press করবেন Heygan Website থেকে আপনি খুব সহজেই ভিডিও তৈরি করতে পারেন (এটি AI (Artificial Intelligence ))।
Heygan Home পেজ থেকে আপনি Landscape সিলেক্ট করে, Website landscape এর optionএ বিভিন্ন Category রয়েছে । আপনার পছন্দের মতো সিলেক্ট করুন। যেমন: E-commerce, learning, Development, YouTube, Facebook, Instagram, Breaking News Etc.
যেকোনো ধরনের ভিডিও ও বিভিন্ন ধরনের ভিডিও নিমেষের মধ্যে তৈরি করতে পারেন।
ভিডিও তৈরি করে আপনি Google , Facebook, Instagram, YouTube, TikTok বা another online platform এ video upload করে প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন।
আরো পড়ুন : মাসে ৪০-৫০ হাজার টাকা ইনকাম করার উপায়
AI (Artificial Intelligence) দিয়ে ভিডিও স্ক্রিপ্ট
AI দিয়ে ভিডিও স্ক্রিপ্ট লিখে তা সেলস করে বা আপনি নিজেই এই স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন।
Gemini, gpt,chat bot দিয়ে আপনি সহজেই আপনার পছন্দের মতো ভিডিও স্ক্রিপ্ট এর pompot লিখে দিলেই , ai আপনাকে একটি সুন্দর স্ক্রিপ্ট লিখে দিবে।
স্ক্রিপ্ট আপনি কোনো YouTubers, Contact Creator, Facebook video maker,দের কাছে সেলস করতে পারেন।
অথবা আপনি এই স্ক্রিপ্ট দিয়ে নিজেই ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও গুলো ai দিয়ে তৈরি করতে পারেন। ভিডিও তৈরির পর যে কোনো Social Media Platform এ upload করতে পারেন ( YouTube, Facebook)।
AI (Artificial Intelligence) দিয়ে কনটেন্ট রাইটিং
Gpt-3 model/ Jasper AI দিয়ে আপনি সহজেই কনটেন্ট লেখাতে পারেন। তাছাড়াও google birds, Google Gemini ও রয়েছে।
আপনি আপনার মোবাইল বা কম্পিউটার Chrome Browser ওপেন করে, Google Gemini এ Sign Up করুন।
তারপর আপনার পছন্দের মতো টপিক দিয়ে কনটেন্ট লিখতে দিলে Google Gemini আপনাকে খুব সুন্দর ভাবে কনটেন্ট লিখে দিবে ।
এইসব কনটেন্ট গুগলের পাবলিস করলে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
AI (Artificial Intelligence ) দিয়ে ওয়েবসাইটে তৈরি
AI (Artificial Intelligence ) দিয়ে আপনি নিমেষেই এর মধ্যে ওয়েবসাইটে তৈরি করতে পারেন। Gpt-3 model বা Chat bot এর সাহায্যে নিতে হবে। এই AI (Artificial Intelligence ) দিয়ে আপনি সহজেই ওয়েবসাইটে তৈরি করতে পারেন।
প্রথমে Chat bot এ Sign up করুন ,তারপর আপনার পছন্দের মতো টেমপ্লেট সিলেক্ট করুন অথবা Chat bot কে বললে ওয়েবসাইট তৈরি করে দিবে।
তৈরি ওয়েবসাইট আপনি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
AI (Artificial Intelligence) দিয়ে গ্ৰাফিক্স ডিজাইন
অনলাইন থেকে ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম হল গ্ৰাফিক্স ডিজাইন। বিশেষ করে মেয়েদের জন্য এটি বিশেষ অবদান রাখে। AI (Artificial Intelligence ) দিয়ে এখন সহজেই গ্ৰাফিক্স ডিজাইন করা যায়।
Chat bot কে আপনি যেমন ডিজাইন করতে বলবেন , আপনাকে তা করে দিবে।
এইসব ডিজাইন আপনি বিভিন্ন Market place এ বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন (তবে বুদ্ধিমানরা একই Design Products বার বার বিক্রি করে অনেক টাকা আয় করছে)।
AI (Artificial Intelligence) দিয়ে ডাটা এন্ট্রি
অনলাইন ইনকাম এর একটি Basic Skills হচ্ছে ডাটা এন্ট্রি। এ ধরনের কাজের জন্য খুব দক্ষতা ও এক্সপার্ট হতে হয়।
Chat bot দিয়ে আমরা সহজেই ডাটা এন্ট্রি করতে পারেন। বিভিন্ন মার্কেট প্লেসে এসব কাজ করতে পারেন।
AI (Artificial Intelligence) দিয়ে সফটওয়্যার তৈরি
আপনি যে কোনো Development Related AI দিয়ে সফটওয়্যার তৈরি করতে পারেন। তবে আপনাকে Ai এর ব্যবহার ভালো করে জানতে হবে।
আপনাকে হালকা Coding জানতে হবে।যেমন: Python,PHP, JavaScript, Html, CSS, Etc .
AI ব্যবহার নিয়ে Course করা থাকলে, কাজটি করতে আর সহজ হবে।
AI (Artificial Intelligence) বিশেষজ্ঞ
AI এর সঠিক ব্যবহার , AI সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানকে মূলত Ai বিশেষজ্ঞ বলা হয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ai বিশেষজ্ঞদের চাহিদা অপরিহার্য।
AI বিশেষজ্ঞ হলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। বৈশিষ্ট্য এর জন্য আপনার ক্যারিয়ার কে এগিয়ে নিয়ে যেতে পারেন।
AI (Artificial Intelligence )বিশেষজ্ঞ হতে হলে AI মডেল সিস্টেম নিয়ে বিস্তারিত জানতে হবে।
AI (Artificial Intelligence) দিয়ে লোগো ডিজাইন
বর্তমান সময়ে যেকোনো কম্পানি, ব্র্যান্ড কে চিনতে লোগো ব্যবহার করা হয়। আপনি ai দিয়ে খুব সহজেই লোগো ডিজাইন করতে পারেন।
আপনি বিভিন্ন লোগো তৈরি করে বিভিন্ন জায়গায় সার্ভিস দিতে পারেন। আবার ডিজাইন গুলো দেখিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারেন।
আপনার আশেপাশের মার্কেট, শপিংমল, দোকান ইত্যাদি জায়গায় লোগো ডিজাইন এর সার্ভিস দিতে পারেন।
লোগো ডিজাইন করে আপনি প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন।
AI (Artificial Intelligence) ব্যবসার বিজ্ঞাপন
ধনী হওয়ার একটি পরিচিত মাধ্ম হলো ব্যবসা করা। তবে অনেকে ব্যবসা করলেও তাদের ব্যবসা নিয়ে তেমন কেউ কিছুই জানে না, ফলে তাদের উপার্জন কম হয়।
ব্যবসা কে সবার কাছে পৌঁছে দিতে বিজ্ঞাপন বা মার্কেটিং করা হয়। যা ব্যবসা কে অনেক ক্ষেত্রে জনপ্রিয় করতে পারে।
তাহলে ভাবুন ব্যবসার বিজ্ঞাপন বা মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ব্যবসার বিজ্ঞাপন এর চাহিদা অপরিহার্য ।
আপনি AI দিয়ে খুব সহজেই বিজ্ঞাপন তৈরি করতে পারেন। এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন।
AI (Artificial Intelligence) দিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মূলত যারা ব্যবসায়ী এবং অনলাইনে ব্যবসা প্রচার করেন তারা ব্যবহার করেন।
AI এর মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোকের সাথে কথা বলবেন। নতুন নতুন পোস্টার, ও কনটেন্ট তৈরী করে ।
আপনার ক্লাইন্ট এর ব্র্যান্ডের মান বাড়াতে কাজ করে। আপনার ক্লাইন্ট এর বানানো বা অন্যের ব্র্যান্ডের পণ্যকে প্রচার করবে ।
AI দিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
FAQ’S
প্রশ্নঃ AI কি( What is AI)?
উঃ AI হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি কম্পিউটার সিস্টেম এর এমন এক ক্ষমতা যা মানুষের বুদ্ধিমত্তা ও মানসিকতা ভাবে চিন্তা করতে পারে।
প্রশ্নঃ AI এর পূর্ণরূপ কি?
উঃ AI এর পূর্ণরূপ হলো Artificial Intelligence।
AI বাংলা অর্থ “কৃত্রিম বুদ্ধিমত্তা।
প্রশ্নঃ AI কিভাবে কাজ করে (How does AI work)?
উঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অনেক গুলো ডেটা, অ্যালগরিদম এবং মডেলের মাধ্যমে কাজ করে।
প্রশ্নঃ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কি আয় করা যায়?
উঃ হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে ইনকাম করা যায়। বিভিন্ন উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে ইনকাম করতে পারবেন। যেমন:
১) AI রিসার্চ
২) AI ডেভেলপমেন্ট
৩) ডেটা অ্যানালিটিক্স
৪) AI ভিত্তিক প্রোডাক্ট
৫) অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার তৈরি করে
শেষ কথা
আশা করি উপরোক্ত তথ্য পরে আপনি উপকৃত হবেন।
AI আমাদের জীবন যেমন সহজ করে তুলেছে তেমন ঘরে বসে আয় এর সুযোগে আর বেশি সহজ করে তুলেছে।
তবে AI দিয়ে টাকা ইনকাম করতে চাইলে ai এর ব্যবহার ভালো করে জানা ভালো। এতে আপনার কাজ সহজেই করতে পারেন।
AI কে আপনি আপনার Virtual Assistant হিসেবে কাজে লাগাতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ